এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তীব্র গতিতে বাড়ছে করোনা, নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ বঙ্গবাসীর

তীব্র গতিতে বাড়ছে করোনা, নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ বঙ্গবাসীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ সম্প্রতি আছড়ে পড়েছে দেশজুড়ে। গত ২৪ ঘন্টায় সমগ্র দেশে প্রায় ৫০ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে দুরবস্থা মহারাষ্ট্রের। আবার, দক্ষিণ ভারতের বেশকিছু রাজ্যের পরিস্থিতিও উদ্বেগজনক। করোনার দ্বিতীয় ঢেউ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৪০৪ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। নির্বাচনের পূর্বে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আশঙ্কা বাড়ছে স্বাস্থ্য দপ্তরের।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। করোনায় মৃত্যু ঘটেছে ২ জনের গত ২৪ ঘন্টায়। অর্থাৎ মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়ালো ৫ লক্ষ ৮১ হাজার ৪০৩ জন। করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩১০ জন। কলকাতা ও কলকাতা নিকটবর্তী জেলাগুলির পরিস্থিতি উদ্বেগজনক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি করোনা সংক্রমণ সর্বাধিক রয়েছে মহারাষ্ট্রে। পরিস্থিতি সামলাতে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে লকডাউন, নাইট কারফিউ ঘোষণা করা হয়েছে। এছাড়া একাধিক নির্দেশও দেয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের বেশকিছু রাজ্য যেমন কেরালা, তামিলনাড়ু, কর্নাটকের পরিস্থিতিও উদ্বেগজনক। পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে পশ্চিমবঙ্গেও। এখনো নিয়ন্ত্রণের বাইরে না গেলেও, নির্বাচনের পূর্বে যেভাবে বাড়ছে করোনা সংক্রমণ, তাতে বাড়ছে উদ্বেগ।

আবার, দেশের মোট ৫ টি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই সময়ই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধ করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে রাজ্যগুলিকে। জানানো হয়েছে করোনা রোগী চিহ্নিত করার কাজটি দ্রুত করতে হবে। সংক্রমনের উৎস খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেইসঙ্গে রাজ্যবাসী যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্যগুলিকে।

করোনা সংক্রমণ দূর করতে আগামী পয়লা এপ্রিল থেকে ৪৫ বছর বা তার অধিক বয়স্ক সকলকেই করোনার টিকা দেয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশে আবার যদি লকডাউন জারি করা হয়, তবে তার ধাক্কা সামলাতে পারবে না দেশের অর্থনীতি। দেশজুড়ে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!