এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি মহারাজের পদার্পন রাজনীতির বাইশ গজে? কি বলছেন স্বয়ং মহারাজ? জেনে নিন

এবার কি মহারাজের পদার্পন রাজনীতির বাইশ গজে? কি বলছেন স্বয়ং মহারাজ? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কে হবেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? কার নেতৃত্বে লড়াই করবে বিজেপি শাসকদল তৃণমূলের সঙ্গে? এমন নানা প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে বিজেপিকে। গত বঙ্গসফর কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে দায়িত্ব নেবেন বাংলার ভূমিপুত্ররাই। বাংলার মুখ্যমন্ত্রীও হবেন এই বাংলা থেকেই। তবে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।

এই আবহে গত রবিবার অকস্মাৎ রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও তাকে সৌজন্য সাক্ষৎকার বলেই ব্যাখ্যা করলেন তিনি ও রাজ্যপাল। কিন্তু, তারপরই গতকাল সোমবার অকস্মাত্ দিল্লি গেলেন তিনি। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগদান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যোগদান করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিসিসিআইয়ের সচিব অমিত শাহের পুত্র জয় শাহ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর প্রমুখরা।

গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, এ অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন কিনা, এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তিনি। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে, অনুষ্ঠানে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর। এরপর অনুষ্ঠানে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই বিষয় নিয়ে তেমন কোনো বক্তব্য রাখেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর বিজেপি যোগের জল্পনা আরো তীব্র হয়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, সৌরভ গাঙ্গুলীর জন্য দরজা খোলা আছে বিজেপির। এ প্রসঙ্গে তিনি জানালেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট সাক্ষাৎ করতেই পারেন। তবে তিনি এটাও জানালেন যে, বিজেপি সকলকে আহ্বান জানায় দলে। যারা সফল ব্যক্তি তাঁদের যোগদান করা উচিত রাজনীতিতে। রাজনীতিতে যে দুরবস্থা চলছে, তার পরিবর্তন দরকার। বিজেপি সকলকে নিয়েই লড়াইয়ের জন্য তৈরি আছে।

তবে তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই ঘটনাটিকে তেমন গুরুত্ব দেয়া হয়নি। গতকাল পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে, ভারত- অস্ট্রেলিয়ার খেলা টিভিতে দেখেছেন তিনি। ভালোই খেলেছে ভারত। আগে কয়েকটা ম্যাচ হেরে গেলেও, এখন ভালো খেলছে ভারত। তবে, কে কোথায় দেখা করল? এটা রাজনীতির অংশ নয়। কে কি করছে? তা বলা সম্ভবও নয়।

সৌরভ গঙ্গোপাধ্যায় কি হবেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ? এর উত্তরে তিনি জানালেন যে, সেরকম কোনো কথা হয়নি। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকলেও তাঁর রাজনীতিতে আসার জল্পনার কথা একেবারেই অস্বীকার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর এই বক্তব্যের পরও কমছে না তাঁকে নিয়ে জল্পনা। ক্যাপ্টেন থাকাকালীন একাধিকবার কঠিন ম্যাচে রক্ষা করেছিলেন দলকে। এবার রাজনীতিতেও কি তিনি এমন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন? সে প্রশ্ন অনেকের মুখেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!