এখন পড়ছেন
হোম > রাজ্য > কর্বসংস্থান নিয়ে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ,খুশির খবর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও

কর্বসংস্থান নিয়ে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ,খুশির খবর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও

কর্বসংস্থান নিয়ে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ,খুশির খবর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও। এদিন মুখ্যমন্ত্রী জানালেন যে একগুচ্ছ কর্মী নিয়োগ করা হবে রাজ্যে আর সেই মতো ১০ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে নবান্ন। জানা গেছে ত্রেতা সুরক্ষা দফতরেও কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে হলো ২৯ জন স্টেনোগ্রাফার নিয়োগ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এর জন্য ১৮ বছর বয়স, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ এবং স্টেনোগ্রাফি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ঠেকতে হবে আবেদনকারীদের। সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী- দের জন্যও এই পদটি উপলব্ধ। এই পদটির জন্য মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫,০০০ টাকা। ইচ্ছুক ব্যাক্তিরা নির্দিষ্ট ফর্ম- এ আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে নবান্ন। যদিও এই খুশির মাঝে একটু দুঃখের খবর এই যে ভোট না মিটলে নিয়োগ করা যাবে না। এটা নির্নবাচন কমিশন স্পষ্ট করে দিয়েছেন আর রাজ্য আইন ভেঙে কিছুতেই এখন নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না। কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে নির্বাচন মিটলেই নিয়োগ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!