এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বহিরাগত গুন্ডারা হুমকি দিচ্ছে” নির্বাচনের আগের দিন বিস্ফোরক মমতা!

“বহিরাগত গুন্ডারা হুমকি দিচ্ছে” নির্বাচনের আগের দিন বিস্ফোরক মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি হুগলি জেলার গোঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামারপুকুরে নির্বাচনী জনসভায় যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করতে চলেছেন তিনি। তাঁর পরবর্তী জনসভা রয়েছে হাওড়ার পাঁচলাতে। কামারপুকুরের জনসভা থেকে বাম সরকারের আমল সম্পর্কে একাধিক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কামারপুকুরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, অতীতের দিন ফেলে এখন শুধু উন্নয়ন করতে হবে। নিজেদের মধ্যে কোনরকম ভুল বোঝাবুঝি করা যাবে না। সকলকে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। যারা মানুষের সঙ্গে থাকবে না, তাদের সঙ্গে তিনি কোনো সম্পর্ক রাখবেন না। এর পরেই বাম সরকারের শাসনকাল সম্পর্কে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন, বাম শাসনের সময় ঘোঘাট থেকে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এই সুড়ঙ্গ দিয়ে মৃতদেহ পাচার করা হতো। মুখ্যমন্ত্রী জানালেন, সেসময় তাঁর কাছে এক বৃদ্ধা মা বন্ধুক চেয়ে ছিলেন। তার সন্তানকে যারা হত্যা করেছিল, তাদের মেরে প্রতিশোধ নিতে চেয়েছিলেন এই বৃদ্ধা মা। মুখ্যমন্ত্রী জানালেন, সিপিএমের হার্মাদরা আগে অত্যাচার চালাত।

সেসময় চমকাইতলায় তৃণমূলকে মিটিং করতে দেয়া হয়নি। মিটিং এর জন্য স্টেজ বানাতে দেয়া হয়নি। বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সুরঙ্গ তৈরি করে মৃতদেহ পাচার করা হতো। গোঘাট, খানাকুল, জয়রামবাটি, কামারপুকুর আগে যা ছিল, এখন তার অনেকটাই বদলে গেছে। উন্নয়ন ঘটেছে। তিনি জানান, তিনিই এখানে রেল এনে দিয়েছিলেন। আগে এখানে রেলের যোগাযোগ ছিল না। এখন গোঘাট পর্যন্ত রেল যোগাযোগ হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!