এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনের বাজারে বিরাট সুযোগ নিয়ে উপস্থিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

লকডাউনের বাজারে বিরাট সুযোগ নিয়ে উপস্থিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনের বাজারে কম দামে সোনা কেনার বিরাট সুযোগ নিয়ে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্বর্ণ যোজনার দ্বিতীয় কিস্তি এবার চালু হতে চলেছে। আজ থেকে শুরু হয়ে আগামী ৪ঠা জুন পর্যন্ত থাকবে এই সুবিধা। এ সময় ১ গ্রাম সোনার দাম হবে ৪৮৮৯ টাকা। অনলাইনে কেনাকাটা করলে আরো ৫০ টাকা ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম হবে ৪৮৩৯ টাকা।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে স্বর্ণ যোজনার ৬টি কিস্তি জারি করার কথা ঘোষণা করেছিল আরবিআই। যার মধ্যে দুটি কিস্তি আগেই শেষ হয়ে গেছে। এবার এল তৃতীয় কিস্তি। আজ থেকে শুরু করে আগামী ৪ ঠা জুন পর্যন্ত পাঁচ দিন ধরে যা চলবে। এই কিস্তিতে ১০ গ্রাম সোনার দাম থাকবে ৪৮ হাজার ৮৯০ টাকা। গতবছর ১২ টি কিস্তিতে ১৬.০৪৯ কোটি টাকার স্বর্ণ যোজনা ঘোষণা করেছিল আরবিআই। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত যার মাধ্যমে ২৫,০৭২ কোটি টাকা এসেছে কেন্দ্রের হাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আরবিআই জানিয়েছে, স্বর্ণ যোজনাতে একটি আর্থিক বছরে কোন এক ব্যক্তি সর্বাধিক ৪ কিলো গ্রাম সোনার বন্ড নিতে পারবেন। কমপক্ষে ১ গ্রাম সোনা ইনভেস্ট করতে হবে। কোন ট্রাস্ট, সংস্থা ২০ গ্রাম সোনার বন্ড কিনতে পারবে। অনলাইনে বন্ড কেনা হলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সে ক্ষেত্রে এক গ্রাম সোনার দাম পড়বে ৪৮৩৯ টাকা।

স্বর্ণ যোজনাতে বিনিয়োগ করলে একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। ম্যাচুরিটিতে ট্যাক্স ফ্রি করে দেয়া হবে, ডিফল্ট হবার সম্ভাবনা থাকবে না, ২৪ ক্যারেট সোনার হিসেবে দাম নির্ধারণ করা আছে। এতে একাধিক লোনের ক্ষেত্রে সুবিধা দেয়া হবে। ৮ বছর ম্যাচুরিটি পিরিয়ড রয়েছে। তবে ৫ বছর পর তা বিক্রি করার সুবিধা দেয়া হবে। ব্যাংক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, বেশকিছু ডাকঘর, এনসিই, বিসিই ও অনলাইনের মাধ্যমে বন্ড ক্রয় করা যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!