এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বামেদের মিছিল দেখেই অসভ্যতা শুরু, প্রচারে এসব কি করছেন তৃণমূল প্রার্থী?

বামেদের মিছিল দেখেই অসভ্যতা শুরু, প্রচারে এসব কি করছেন তৃণমূল প্রার্থী?


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কখনও নিজের দলের নেতা, বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহার, আবার কখনও বিরোধীদের সঙ্গে অসৌজন্যতা, বারবার বিভিন্ন ঘটনায় খবরের শিরোনামে উঠে আসছেন তৃণমূল প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়। আর এবার ফের তার আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল একাংশ। যেখানে তিনি প্রচার করার সময় হঠাৎ করেই বামেদের প্রার্থী দিপ্সীতা ধরেন নেতৃত্বে একটি মিছিল যায়। প্রথম দিকে তৃণমূল কর্মীদের সরিয়ে নিলেও, পরবর্তীতে সেই মিছিল উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন কল্যান বন্দ্যোপাধ্যায়। আর তার এই ধরনের আচরণ নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

প্রসঙ্গত,  শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুসলমান পাড়ায় দুই প্রার্থীর মুখোমুখি দেখা হয়। প্রথমদিকে বামেদের মিছিল আসছে জেনে সমস্ত তৃণমূল কর্মীদের সরিয়ে নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে বামেদের মিছিল যাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করেন তিনি। পাশাপাশি “সিপিএম দূর হটো” বলেও মন্তব্য করতে দেখা যায় কল্যানবাবুকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, এই ধরনের অসভ্যতা করার কি খুব বেশি প্রয়োজন ছিল! রাজনীতিতে কি সৌজন্যতা একেবারেই ভুলতে বসেছেন বিভিন্ন দলের নেতা নেত্রীরা? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!