এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলার ২৯৪ আসনে প্রার্থী বাছাই নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিলেন অমিত শাহ, জল্পনা বিজেপি শিবিরে

বাংলার ২৯৪ আসনে প্রার্থী বাছাই নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিলেন অমিত শাহ, জল্পনা বিজেপি শিবিরে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে থেকেই কেন্দ্রীয় নেতাদের ওপর বাংলার দায়িত্ব পড়ায় স্পষ্ট হয়ে গিয়েছিল যে, রাজ্য বিজেপি নেতাদের ওপর অতটা নির্ভরশীল হতে পারছে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। যেখানে পাঁচ বিজেপি নেতাকে বাংলার পাঁচটি জোনের দায়িত্ব দিয়ে তা আরও স্পষ্ট করে দিয়েছিল বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে এবার প্রার্থী বাছাই করতে বাংলা সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিজেই ঠিক করে নিতে চাইছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এমনিতেই বিজেপিতে কিছুটা হলেও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তাই বিভিন্ন জেলায় প্রার্থী বাছাই করার ক্ষেত্রে যাতে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে না আসে এবং তার ফলে অন্তর্ঘাত তৈরি না হয়, তার জন্যই বিজেপির সর্বভারতীয় চাণক্য এই সিদ্ধান্ত নিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা বিজেপির মত সাংগঠনিক শৃঙ্খলা পরায়ন দলে যদি অমিত শাহ শেষ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে কেউ বিরোধিতা করতে পারবেন না।

এমনকি তাঁর নির্দেশ মত সকলকে একযোগে পথে নামতে হবে। তাই প্রার্থী বাছাই নিয়ে যাতে কোনোরকম অসন্তোষ সামনে না আসে, তার জন্য নিজের হাতেই সমস্ত দায়িত্ব নিতে চলেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, ইতিমধ্যেই বাংলায় দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় পাঁচ বিজেপি নেতা তাদের রিপোর্ট জমা দেবেন অমিত শাহকে। আর সেই রিপোর্ট দেখেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কাদের কাদের প্রার্থী করা যায়, তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অমিত শাহ। মূলত, জোনভিত্তিক ভাবে ভাগ করে পাঁচ নেতা তাদের কাজ শুরু করে দিয়েছেন।

কোথায় সংগঠনের কেমন হাল-হকিকত রয়েছে, তা উপলব্ধি করতে শুরু করেছেন তারা। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে কোন ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপি ভালো ফল করতে পারে, সেই ব্যাপারেও ব্লু প্রিন্ট তৈরি করতে দেখা যাচ্ছে এই সমস্ত বিজেপি নেতাদের। আর সেই সমস্ত রিপোর্ট তারা পৌঁছে দেবেন বিজেপির সর্বভারতীয় চাণক্যের কাছে। অর্থাৎ গ্রাউন্ড রিয়েলিটি উপর ভিত্তি করে কোথায় কেমন সংগঠন রয়েছে এবং কাকে প্রার্থী করলে ভালো হয়, তার বিষয়টি বুঝে নিয়ে তা বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে।

আর তার পরিপ্রেক্ষিতেই আগামী দিনে বাংলার 294 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচনের ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন অমিত শাহ বলে খবর। একাংশ বলছেন, বাংলায় দিলীপ ঘোষ বা মুকুল রায় কারোর উপরে তেমনভাবে ভরসা রাখতে পারছেন না বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। কেননা একদিকে দুই নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে শোনা যায় এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো গ্রহণযোগ্য বিজেপির কাছে নেই।তাই সেক্ষেত্রে বারেবারেই বাংলা সফরে আসতে দেখা যাচ্ছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বদের দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে পাঁচ বিজেপি নেতাকে দায়িত্ব দিয়ে বাংলার রিপোর্ট নিজের হাতে নিয়ে আগামী দিনে বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে এখন প্রার্থী তালিকার দিকে নজর দিতে শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদি এই প্রসঙ্গে এক কেন্দ্রীয় নেতা বলেন, “রাজ্যের নেতারা অনেক সময় ছোটখাটো কিছু সমস্যাকে সেভাবে গুরুত্ব দেন না। কিন্তু সেগুলি নির্বাচনে সাফল্যের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলায় এই পথ নিয়েছেন অমিতজি।”

অর্থাৎ কোনভাবেই যাতে এই গোটা পরিস্থিতি সমস্যাসঙ্কুল না হয় এবং বিজেপি যেভাবে বাংলাকে পাখির চোখ করেছে, কিছু খামতির কারণে তা যাতে ভেস্তে না যায়, তার জন্যই বিজেপির পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ রাজ্য বিজেপি নেতাদের মতামত শোনার পাশাপাশি প্রার্থী তালিকার ব্যাপারে তিনি তলার খবর নিয়েই যে সমস্ত সিদ্ধান্ত নেবেন, তা অমিত শাহের পদক্ষেপেই কার্যত স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলতে শুরু করেছেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি 18 টি আসন পেয়েছে ঠিকই। কিন্তু আরও অনেক আসনে তাদের পক্ষে জয়লাভ করা অত্যন্ত সহজ ছিল। কিন্তু সংগঠনের দুর্বলতা হোক বা প্রার্থী নির্বাচন, বেশ কিছু কারণে তারা অনেক আসনে জয়লাভ করতে পারেনি। তাই বিধানসভা নির্বাচনে যাতে সেই জিনিস না হয় এবং রাজ্যের ক্ষমতা যাতে অচিরেই দখল করা যায়, তার জন্যই এবার প্রার্থী বাছাইয়ে সবথেকে বেশি গুরুত্ব দিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সব মিলিয়ে এবার বাংলার রাশ পুরোপুরি নিজের হাতে নিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে ময়দানে নেমে পড়েছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!