এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাংলায় কেন প্রচারে আসেন না রাহুল গান্ধীরা? কংগ্রেস, তৃণমূলের সেটিং আরও প্রকাশ্যে!

বাংলায় কেন প্রচারে আসেন না রাহুল গান্ধীরা? কংগ্রেস, তৃণমূলের সেটিং আরও প্রকাশ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই বাংলার কংগ্রেস নেতারা যতই তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলুন না কেন, সর্বভারতীয় স্তরে তাদের সর্বভারতীয় নেতারা তৃণমূলের সঙ্গে সেটিং করে বসে রয়েছেন। তাই সেখানে কংগ্রেসের সঙ্গে এক টেবিলে বসে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল সেটিং করছে। আর এখানে সেই তৃণমূলের হাতে কংগ্রেস কর্মীরা মার খাচ্ছে। তাই অধীর চৌধুরী বারবার তৃণমূলের বিরুদ্ধে কথা বললেও, বাংলা নিয়ে মোটেই চিন্তিত নয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এদিন সেই কথা বলে বাংলায় কেন প্রচারের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা আসেননি, তা নিয়ে বড় প্রশ্ন ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন রানাঘাট দক্ষিণের সভা থেকে কংগ্রেস কিভাবে এই রাজ্যে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে, তা স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অধীর চৌধুরী বারবার করে বললেও এখানে প্রচারে রাহুল গান্ধী আসে না। কারণ তারা দিল্লিতে তৃণমূলের সঙ্গে একসাথে বসে রয়েছে। চিদাম্বরম নবান্নে এসে মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করেছেন।”

অর্থাৎ এই রাজ্যের কংগ্রেস নেতারা তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বললেও, সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য তৃণমূলের সঙ্গে বেশ সখ্যতা বজায় রাখছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। আর তাই এখানকার কংগ্রেস নেতারা মার খেলেও, কংগ্রেস হাইকমান্ডের তাতে কোনো কিছু যায় আসে না। এদিন সেই কথা বলেই কংগ্রেসের ভোটব্যাঙ্কেও কিছুটা আঘাত হানার চেষ্টা করলেন শুভেন্দুবাবু। পাশাপাশি তার এই মন্তব্যে কংগ্রেস-তৃণমূলের সেটিং আবার প্রকাশ্য চলে এলো। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!