এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলায় কত আসন প্রয়োজন বিজেপির? এই কাজ করতে পারলেই খেল খতম! হুশিয়ারি শুভেন্দুর!

বাংলায় কত আসন প্রয়োজন বিজেপির? এই কাজ করতে পারলেই খেল খতম! হুশিয়ারি শুভেন্দুর!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলা থেকে বিজেপি এবার একটা বড় সংখ্যক আসনের আশা করছে। কারণ তাহলেই এই বাংলায় তৃণমূলের যেমন ভাঙ্গন ধরানো সম্ভব হবে, ঠিক তেমনই নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যে তৃণমূল সরকারকে বিদায় দেওয়া সম্ভব হবে। তাই কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য বিজেপিকে কার্যত কত আসন লোকসভায় পেতে হবে, সেই সংখ্যাটা বেঁধে দেওয়া হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ঘাটালের সভা থেকে সেই সংখ্যার কথা তুলে ধরে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন ঘাটালের একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আমাদের বাংলা থেকে ৩০ টা পদ্ম ফোটাতে হবে। আর তাহলেই ২৬ শে নয়, ২৪ এ বিধানসভা নির্বাচন হবে। আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব এবং তার ভাইপোকে জেলে ঢোকাব।” স্বভাবতই বাংলা থেকে যে বিপুল আসন পাওয়ার পরেই বিজেপি পশ্চিমবঙ্গ নিয়ে বড় পদক্ষেপ নেবে, তা শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট।

তবে এই বিপুল আসন বিজেপি পাবে কিনা, সেটা সময় বলবে। কিন্তু যদি তারা এই আসন দখলের লক্ষ্যে এবং তার কাছাকাছি পৌঁছে যায়, তাহলে কিন্তু তৃণমূলের কাছে আসতে চলেছে বড়সড় বিপদ। খেলা শেষ হতে চলেছে এই রাজ্যের শাসক দলের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!