এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Breaking News, রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

Breaking News, রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর একসময়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের একাংশের বিরুদ্ধে একাধিক বার ক্ষোভ প্রকাশ করলেও মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর শ্রদ্ধার কোন ত্রুটি ছিল না। এমনকি বিধায়ক পদ ছেড়ে দেবার পরেও মুখ্যমন্ত্রীর ছবি হাতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলেন তাঁর কাছে মায়ের মত। তবে, বিজেপিতে যোগ দেবার পর তৃণমূলকে একাধিকবার কটাক্ষ করেছেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী। আজ তাঁকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও তাঁর উদ্দেশ্যে জানালেন, ” ছেলেটা এতদিন আমাদের সঙ্গে ছিল। এখন নেই, বন সুন্দরী স্কিম নিয়ে নিয়ে কী কী দুর্নীতি করেছে জিজ্ঞেস করুন। তাঁর সম্পর্কে মুখ্যমন্ত্রী আরও জানালেন, ” আমি জানি যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের সঙ্গে ছিল, বন সহায়ত স্কিমে আমাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছে। আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে।” এরপই মুখ্যমন্ত্রী জানালেন যে, নির্বাচনের ঘোষণা হয়ে গেলেও তাঁর বিরুদ্ধে তদন্ত চালানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে, কেন্দ্রের সঙ্গে অকারণে বিবাদ করার কারণেই রাজ্যের মানুষ বহু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী কেন্দ্রের সঙ্গে বিবাদ করে রাজ্যে কৃষি সম্মান নিধি প্রকল্প আসতে দেননি। কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে, কেন্দ্রর সাহায্য না নিয়ে রাজ্যকে বঞ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে বিরোধীদের কণ্ঠরোধ করেছেন তিনি। এরপর তিনি জানিয়েছিলেন যে, রাজ্যের উন্নতি করতে গেলে কেন্দ্রে ও রাজ্যে এক সরকার থাকা প্রয়োজন। রাজ্যের উন্নয়ন ঘটাতে গেলে দুই সরকারকে যুগ্ম ভাবে কাজ করতে হবে।

আজ আলিপুরদুয়ার থেকে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি জানান যে, বন সহায়ক নিয়ে যিনি কারচুপি করেছেন, এখন তিনি বড় বড় কথা বলছেন। চুরি করে বিজেপিতে চলে গেছেন। কিন্তু তৃণমূলকে হারাতে পারবেন না। প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায় যেদিন বিজেপিতে যোগদান করেছিলেন, সেদিন তাঁকে দিল্লি নিয়ে যেতে পাঠানো হয়েছিল এক চার্টার্ড বিমান। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন যে, তৃণমূলে যারা বদমাইশি করেছেন, তাদের নিয়ে যাওয়া হচ্ছে জেট প্লেনে করে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের পায়ে হেটে ফিরে আসতে হয়েছে।

এরপর দলের বিক্ষুব্দ ও দলত্যাগীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান যে, যারা লোভী, যারা ভোগী, দল তাঁদের তাড়াবার আগেই, তাঁরা দল ছেড়ে চলে যান। তৃণমূল হলো মানুষের দল। যারা বিজেপিতে যোগদান করেছেন, তাদের লেজে যেদিন আগুন ধরবে, সেদিন তাঁরা বুঝতে পারবেন। আরও একটা লঙ্কা কান্ড ঘটাবেন। এরপর, বিজেপিকে প্রবল আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বিজেপি দলটি লোভে, ভোগে ভরে গিয়েছে। জনতার উদ্দেশে তিনি জানালেন যে, বিজেপিকে বিদায় দিতে। তারা দেশকে বিক্রি করে দেবে। তিনি জানলেন যে, দাঙ্গাবাজ, লুঠেরাবাজ বিজেপির কোন জায়গা নেই। গুজরাট কখনোই বাংলা শাসন করতে পারবে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!