এখন পড়ছেন
হোম > জাতীয় > আবারো পরিত্রাতার ভূমিকায় সোনু সুদ, ।জেনে নিন এবার কি করলেন তিনি!

আবারো পরিত্রাতার ভূমিকায় সোনু সুদ, ।জেনে নিন এবার কি করলেন তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়েকদিন আগে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল চণ্ডীগড়ের মোরনির দাপানা গ্রামের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল যে, যেখানে গাছের দল বসে এক শিক্ষার্থীকে মোবাইলে ইন্টারনেট কানেকশন আনার চেষ্টা করতে। কারণ, অনলাইনে ক্লাস করতে গেলে ভালো নেট কানেকশন প্রয়োজন। অভিনেতা সোনু সুদ ও তাঁর চণ্ডীগড়ে বাসী বন্ধু করণ গিলহোত্রাকে ট্যাগ করা হয়েছিল এই ভিডিওতে। ভিডিওটি সহজেই তাঁদের নজরে আসে।

এরপর কালক্ষেপ না করে চণ্ডীগড়ে গিয়েছিলেন অভিনেতা সনু সুদ। সেখানে চন্ডিগড়ের একটি সরকারি প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে স্মার্টফোন তুলে দেন তিনি। কিন্তু ছাত্রদের হাতে স্মার্টফোন তুলে দিলেই যে সমস্যার সমাধান হবে তা নয়। কারণ ভালো ইন্টারনেট কানেকশনও যে জরুরি। এবার তার ব্যবস্থাই করলেন তিনি। এজন্য তিনি মোবাইল টাওয়ার বসানোর ব্যবস্থা করলেন। যাতে অনলাইন ক্লাস করার সময় হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পেতে পারে ছাত্রছাত্রীরা। সনু সুদ ও তাঁর বন্ধু করণ গিলহোত্রা উভয়ের উদ্যোগে ইন্দাস টাওয়ার ও এয়ারটেলের সহযোগিতায় চণ্ডীগড়ের মোরনি গ্রামে একটি মোবাইল টাওয়ার বসানোর পরিকল্পনা করা হলো।

সনু সুদের বন্ধু করণ গিলহোত্রা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, পড়াশোনার জন্য প্রাথমিক শিক্ষার্থীদের এত কষ্ট পেতে দেখে তিনি প্রচণ্ড ভাবে ব্যতীত হয়েছিলেন। তিনি মনে করেন, সকল দেশবাসীর উচিত নিজেদের সাধ্য অনুযায়ী অভাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য করা, তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসা। তিনি জানান যে, এই ঘটনার বিষয়ে জানার পরই তিনি ইন্দাস টাওয়ারও এয়ারটেলের সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা এই গ্রামে টাওয়ার বসাতে রাজি হয়েছে। সার্ভে করে একটি নির্দিষ্ট এলাকাকে চিহ্নিতও করেছে তারা টাওয়ার বসানোর জন্য। এ প্রসঙ্গে তিনি জানান যে, টাওয়ার বসানো হলে, মোরনি এলাকায় খুব দ্রুত ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। যার জন্য কোন সিমের প্রয়োজন হবে না। ঘরে বসেই অনলাইনে ক্লাস করতে সক্ষম হবে ছাত্র ছাত্রীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে সনু সুদ জানান, ” বাচ্চারাই দেশের ভবিষ্যত। তাই সুদৃঢ় ভবিষ্যত গড়ার জন্য সকলের সমান অধিকার পাওয়া উচিত। আমি মনে করি চ্যালেঞ্জ তো থাকবেই। কিন্তু সেটা কাউকে নিজের লক্ষ্যে পৌঁছনোয় বাধা দিতে পারে না। ওই প্রত্যন্ত গ্রামে মোবাইল টাওয়ার বসানোর কাজে যুক্ত থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাচ্চাদের আর গাছে চড়ে মোবাইলে ইন্টারনেট কানেকশন আনতে হবে না।”

সনু সুদ এর এই মহান প্রচেষ্টাকে শ্রদ্ধা জানিয়ে ইন্দাস টাওয়ারের পঞ্জাব-হরিয়ানা বিভাগের সিইও গগন কাপুর জানালেন যে, এয়ারটেল ও করণ গিলহোত্রার সঙ্গে তিনি তাঁদের এই প্রজেক্টকে যুক্ত করতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন। কারণ করোনা সংক্রমণ কালে ছাত্রছাত্রীদের পড়াশোনা চালাতে গেলে ভালো ইন্টারনেট পরিষেবা ভীষণভাবে প্রয়োজন। দেশের এই সংক্রামক পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সাহায্য করতে পেরে অত্যন্ত আনন্দিত তিনি ও তাঁর সংস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!