এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধায়কের মৃত্যু ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল, বিজেপির নিশানায় তৃণমূল

বিধায়কের মৃত্যু ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল, বিজেপির নিশানায় তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যজুড়ে রাজনৈতিক হানাহানির ঘটনা ততই বেড়ে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে গেরুয়া শিবির এতদিন তৃণমূলের দিকে বিভিন্ন অভিযোগের আঙ্গুল তুললেও এবার সরাসরি অভিযোগ আনল খুনের রাজনীতির। সম্প্রতি উত্তর দিনাজপুরের এক বিজেপি বিধায়কের রহস্য মৃত্যু ঘিরে রাজনৈতিক বিবাদ এই মুহূর্তে তুঙ্গে। যদিও এখনো পর্যন্ত এই মৃত্যু রহস্যের জট খোলেনি বলেই জানা গেছে। এবং এই মৃত্যু রহস্য ঘিরে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহল জুড়ে চলছে তুলকালাম।

সূত্রের খবর, উত্তর দিনাজপুরে হেমতাবাদ এর বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে এদিন রহস্যজনকভাবে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু রহস্য দানা বেঁধেছে অন্য জায়গায়। মৃতদেহ আবিষ্কারের সময় দেখা গেছে, তাঁর গলায় এবং হাতে দড়ি বাঁধা। আর এই নিয়েই এবার প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তীব্র ক্ষোভের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি এদিন এই ঘটনার পিছনে এলাকার  যুব তৃণমূল নেতাকে অভিযুক্ত করেছেন বলে জানা গেছে।

তাঁর কথায়, ‘ওখানকার এক তৃণমূল নেতা এই ঘটনার পিছনে রয়েছে। সে ওখানকার যুব তৃণমূল নেতা। নাম গৌতম পাল। একুশের ভোটের আগে পথের কাঁটা সরাতেই খুন করেছে দেবেন্দ্রনাথ রায়কে’। পাল্টা এদিন তৃণমূল শিবিরের প্রতি ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন, বর্তমানে গেরুয়া শিবিরের সঙ্গে পেরে উঠতে না পেরে তৃণমূল শুরু করেছে খুনের রাজনীতি। উপরন্তু দিলীপ ঘোষ দাবি করেন, পুরো ঘটনার রাজ্য পুলিশি তদন্ত না করে সিবিআই তদন্ত হোক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দিলীপ ঘোষের তরফ থেকে জানানো হয়েছে, তিনি এই ঘটনার সম্পূর্ণ বিবরণ রাজ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে জানাবেন। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেও এভাবেই পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর মৃত্যু ঘটেছিল। সেই ঘটনাও রাজনৈতিক হত্যার আখ্যান পেয়েছিল বিজেপির তরফ থেকে। তবে জানা গেছে, উত্তর দিনাজপুরের এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে তৃণমূলের দলীয় সূত্রে বিধায়কের মৃত্যুতে দুঃখপ্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের দলীয় স্তরের মত, এখনো বিধায়ক মৃত্যুর প্রাথমিক তদন্ত শেষ হয়নি। তার আগেই যেভাবে রাজ্য বিজেপি সভাপতি খুনের রাজনীতি করা হচ্ছে বলে তৃণমূল শিবিরের দিকে অভিযোগ তুলেছেন, তা ঠিক নয়। অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশ তবে এখনো পর্যন্ত পুলিশের হাতে কোন তথ্য প্রমাণ আসেনি বলেই জানা যাচ্ছে।

আপাতত এই ঘটনা খুন নাকি আত্মহত্যা তা নির্ভর করছে ফরেনসিক রিপোর্টের ওপর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজনৈতিক মহলের দাবি, ঘটনার সত্যতা যাচাই করা সবার আগে দরকার। কারণ যেকোন মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক। তবে এই মুহুর্তে উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনা নিয়ে আগামী কয়েকদিন যে বাংলার রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন চলবে সে কথা বলাইবাহুল্য। অন্যদিকে এই ঘটনার রেশ ধরে রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক শিবির কোন যুদ্ধে জড়ায়, সেদিকেও লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!