এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, করোনা সংক্রমণ রোধে রাজ্যে জারি একের পর এক বিধি-নিষেধ, এখনই জেনে নিন

Big Breaking, করোনা সংক্রমণ রোধে রাজ্যে জারি একের পর এক বিধি-নিষেধ, এখনই জেনে নিন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি রাজ্যে তীব্রভাবে বেড়েছে করোনা সংক্রমণ, সেইসঙ্গে রাজ্যে বাড়ছে ওমিক্রনের থাবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ একটি সাংবাদিক বৈঠকে যোগদান করেছিলেন রাজ্যের মুখ্যসচিব। তিনি জানিয়েছিলেন, আগামীকাল থেকে বেশ কিছু বিধিনিষেধ চালু করা হবে। আজ এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগদান করেন রাজ্যের মুখ্যসচিব।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন, আগামীকাল থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকে বন্ধ থাকবে। ব্রিটেন থেকে কলকাতা গামী বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। অন্য দেশ থেকে বিমানে কলকাতায় এলে বাধ্যতামূলক ভাবে rt-pcr টেস্ট করাতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরকারি ও বেসরকারি অফিস গুলি এখন থেকে ৫০% কর্মী নিয়ে কাজ করবে। আগামীকাল থেকে সুইমিংপুল, স্পা, বিউটি পার্লার, সেলুন বন্ধ থাকবে। চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটনকেন্দ্র আগামীকাল থেকে বন্ধ রাখা হবে। আগামী কাল থেকে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শপিংমলগুলো খোলা থাকবে। তবে শপিংমলে ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন।

মেট্রো পরিষেবা বন্ধ করা হচ্ছে না। তবে ৫০% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু থাকবে। সন্ধ্যে সাতটার পর থেকে লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। দুয়ারে সরকার কর্মসূচি এক মাসের জন্য পিছিয়ে দেয়া হলো। পরিস্থিতি বিচার করে আগামী মাসে দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে পারে।হোটেল, রেস্তোরাঁ, পানশালাতে ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন। সিনেমা হল চালু থাকবে রাত দশটা পর্যন্ত। তবে সেখানে ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!