এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মতুয়াদের জন্য বড়সড় উপহার মুখমন্ত্রীর ,খুশি নয় বিজেপি সংসদ, তার চাই অন্য কিছু, জেনে নিন

মতুয়াদের জন্য বড়সড় উপহার মুখমন্ত্রীর ,খুশি নয় বিজেপি সংসদ, তার চাই অন্য কিছু, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগে পর্যন্ত নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। সেখানে বিক্ষোভে শামিল হতে দেখা গিয়েছিল বহু মানুষকে। এমন পরিস্থিতিতে গতকালই বাঁকুড়ার মঞ্চ থেকে বঙ্গ সফরে আসা অমিত শাহের কন্ঠে শোনা গেছে নাগরিকত্ব আইন নিয়ে ইতিবাচক কথা। আর এরই মধ্যে মতুয়াদের জন্য পাট্টা দেবার নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে সমস্ত নজর তাঁর দিকে ঘুরিয়ে নিতে চাইছেন বলেই মনে করছেন বিরোধীরা।

মাতুয়ারা বস্তুত উদ্বাস্তু, নাগরিকত্বের দাবিতে তারা দীর্ঘ আন্দোলন করেছেন। আর কেন্দ্রের নাগরিকত্ব আইন চালু না হলে তারা যে নাগরিকত্ব পাবেন না সে কথাও জানেন বিরোধীরা। এমন পরিস্থিতিতে তাদের পাট্টা দেওয়া মানে যে তাদের নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, সে কথা আলাদা করে বলার নয়।

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এক্ষেত্রে তাদের পাট্টা দেন, তবে যে মতুয়াদের মন জয় করে নিতে পারবেন, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে কেন্দ্রের নাগরিকত্ব আইনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কাজে বিপক্ষ যে বিপাকে পড়বেন সে কথাই মনে করেছেন বিশেষজ্ঞরা। আর এই বিষয়টা আঁচ করতে পেরেই বোধ হয় তৃণমূল এই কাজ করেছেন বলেই মনে করছেন বিজেপি সাংসদ সান্তনু।

তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর পাট্টা দেবার আগে তিনি কেন্দ্রের নতুন নাগরিকত্ব আইন সমর্থন করেন কিনা সেটা জানতে চান তিনি। তাঁর কথায়, ভোট এলেই মতুয়াদের নিয়ে রাজনৈতিক দলগুলির কোন্দল তৈরি হয়। এক্ষেত্রে তাঁর কথায় কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যে কোনো রাজনৈতিক দলের উচিত তাদের নিয়ে রাজনীতি বন্ধ করা। কারণ তারা ভিক্ষা চাইছেন না, তারা কেবলমাত্র নাগরিকত্ব দাবি করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই মুখ্যমন্ত্রী আগে নাগরিকত্ব আইন সমর্থন করেন কিনা সে কথাই জানতে চেয়েছেন তিনি। অন্যদিকে তাঁর কথায় মতুয়াদের উন্নয়ন হোক সেটাই তিনি চান। তবে আগামী দিনে তদের কতটা প্রকৃত উন্নয়ন করা হবে সেটা মানুষই নির্ণয় করবেন, মানুষই বুঝতে পারবেন। তাই ভোটের আগে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সমীকরণ তৈরি করার চেষ্টা এভাবে কিছুতেই তিনি মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ তথা সারা ভারতের মাতুয়া মহাসংঘের অধিপতি মমতা ঠাকুর বলেন, উদ্বাস্তুরা ভোটার। তাই তারা এ দেশের নাগরিক। সেইসঙ্গে পাট্টা পেয়ে তারা এদেশে থাকার জায়গা পাবেন, অধিকার পাবেন। তাই মাতুয়া এবং উদ্বাস্তুদের জন্য এটা বড় প্রাপ্তি বলেই মনে করছেন তিনি।

অন্যদিকে আরো এক মতুয়া ভক্তের কথায় তাঁরা পিছিয়ে পড়া মানুষ। যারাই তাঁদের উন্নয়ন করবেন, তাঁকেই তাঁরা স্বাগত জানাবেন বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পর্ষদ গঠন করবেন বলেও জানিয়েছেন। সেইসঙ্গে ১০ কোটি টাকা মঞ্জুর করেছেন বলে জানান তিনি।

আর এত কিছুর উর্ধে ১ লক্ষ ২৫ হাজার পরিবারকে তাঁর পাট্টা দেবার কথা জানা গেছে। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরে আজকের একটি মাতুয়া পরিবারে তাঁর মধ্যাহ্নভোজ করার কথা। আর তার আগেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে তিনিই যে মূলত মতুয়াদের কাছের মানুষ হয়ে উঠবেন তেমনটাই মনে করছেন অনেক কূটনৈতিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!