এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিশ্ববাণিজ্য সম্মেলনের সুফল পাচ্ছে রেজিনগর ! তৈরি হচ্ছে প্রচুর কর্মসংস্থান !

বিশ্ববাণিজ্য সম্মেলনের সুফল পাচ্ছে রেজিনগর ! তৈরি হচ্ছে প্রচুর কর্মসংস্থান !


প্রিয়বন্ধু রিপোর্ট মিডিয়া-  দীর্ঘ এক দশকের পরে রেজিনগরে আসছে বিনিয়োগ তৎকালীন বাম আমলে পলাশী সুগার মিলের পাশে প্রায় 60 একর জমি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন রেজিনগর শিল্প তালুকের। তার পর দীর্ঘ এক দশক পার হয়ে গেলেও সেখানে বিনিয়োগ হতে দেখা যায়নি । সম্প্রতি নিউটনে অনুষ্ঠিত বিশ্ববাণিজ্য সম্মেলনে মাধ্যমে জানা যায় যে এবার সেই খরা কাটিয়ে রেজিনগর শিল্প তালুকে হচ্ছে বিনিয়োগ ।

যেখানে বৈদ্যুতিন ইবাস এর কারখানা তৈরি হবে বলে জানা গেছে  ।  দক্ষিণ ভারতের একটি পরিবেশবান্ধব  বাস প্রস্তুতকারক সংস্থার সঙ্গে রাজ্য সরকারের  সেই সংক্রান্ত মউ সাক্ষরিত হল এদিন ।  নিউটনের বিশ্ববাণিজ্যের সম্মেলনের শেষ দিনে পরিবহন দপ্তর এর সঙ্গে কৌশিক প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় । সংস্থার সিও জানিয়েছেন এই বিনিয়োগের ফলে তৈরি হবে হবে প্রচুর কর্মসংস্থান।

আগামী দু’বছরের মধ্যেই কারখানার কাজ শেষ হবে এবং সেখানে প্রায় চার হাজারের বেশি প্রত্যক্ষ-পরোক্ষভাবে কর্মসংস্থান হবে সেই সঙ্গে তিনি আরও জানান যে “আমরা প্রায় 3 হাজার কোটি টাকা বিনিয়োগ করব । ইতিমধ্যেই জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে দু’বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় 60,000 কর্মসংস্থান তৈরি হবে ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!