এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বিধানসভায় বিজেপিতে রুখতে ‘নয়া দাওয়াই, নয়া ফর্মুলা’ নিয়ে হাজির অনুব্রত মন্ডল

বিধানসভায় বিজেপিতে রুখতে ‘নয়া দাওয়াই, নয়া ফর্মুলা’ নিয়ে হাজির অনুব্রত মন্ডল


নির্বাচনের আগে কখনও বিরোধীদের উদ্দেশ্যের নকুলদানার দাওয়াই আবার কখনও বা চড়াম চড়াম ঢাক পেটানোর কথা বলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট নানা ধমক দিয়ে বিরোধীদের দমিয়ে রাখলেও বাস্তবে সেই বীরভূম জেলায় অনেক জায়গাতেই পিছিয়ে পড়তে দেখা গেছে তৃণমূলকে। আর তারপর থেকে সেভাবে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি সেই অনুব্রত মণ্ডলকে। কিন্তু এবার অবশেষে যবনিকার পতন হল।

সূত্রের খবর, এদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ ভাবে ঝামেলা করব, মস্তানি দেখাবো, আমি রাজি আছি। বিরোধীরা যা করবে আমি তার চারগুন করব। কেউ ছরি দেখালে আমি ঢ্যাং দেখাব, কেউ বাড়ি মারলে আমি পা ভেঙে দেব। এমন পেটানো হবে যে সবাই শিক্ষা পেয়ে যাবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে ভোটে হারের পরও জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধীদের উদ্দেশ্যে এহেন বিতর্কিত মন্তব্যকে ঘিরেই এবার রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। অনেকে বলছেন, বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র তৃণমূল জিতলেও খোদ অনুব্রত মণ্ডল নিজের গড়েই হেরে রয়েছেন। তার পরেও তার এহেন হাম্পি ডাম্পি জেলার মানুষ সহ্য করতে পারছেন না। যার প্রভাব অনুব্রত বাবুর এই বিতর্কিত মন্তব্যে ভবিষ্যতের বিধানসভা নির্বাচনে পড়বে বলেই মত একাংশের।

এদিন এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আসলে তৃণমূল থেকে এখন নেতা, কাউন্সিলররা পালিয়ে যাচ্ছে। আর তাই শাসক দল হতাশায় ভুগে বিরোধীদেরকে এই হুমকি দিচ্ছে। সব মিলিয়ে এবার ভোটের পর ফের পুরনো মেজাজে ফিরলেন বীরভূমের তৃণমূল সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!