এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অরাজনৈতিক সভা আজ, তারপরেই কি দিল্লি? বিজেপিতে যোগ ? শুভেন্দুর জল্পনা তুঙ্গে

অরাজনৈতিক সভা আজ, তারপরেই কি দিল্লি? বিজেপিতে যোগ ? শুভেন্দুর জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সমস্ত প্রচেষ্টাকে বিফলে দিয়ে অবশেষে শুভেন্দু অধিকারী তৃণমূলের বিধায়ক পদ ছাড়লেন। প্রথমে এইচআরবিসির চেয়ারম্যান পদ, তারপর সরকারি নিরাপত্তা এবং মন্ত্রীত্ব ছেড়েছিলেন শুভেন্দু। আর এবার বিধায়ক পদ ছেড়ে দেওয়ার সাথে সাথেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান কি হতে চলেছে তা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলের কৌতুহল উঠেছে তুঙ্গে। শুভেন্দু অনুগামীরা অনেকেই জানিয়েছিলেন, বিধায়ক পদ না ছাড়লে শুভেন্দু তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন না। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরের অন্যতম সম্পদ হয়ে উঠতে চলেছেন খুব শীঘ্রই।

গতকাল বিধায়ক পদ ছাড়ার পর শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অরাজনৈতিক সভায় যোগদান করেন। প্রসঙ্গত 1942 সালের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এদিনের প্রতিষ্ঠা দিবস সেই দিনটিকেই স্মরণ করার জন্য। আর এই স্মরণ অনুষ্ঠানেই থাকছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যে গুঞ্জনটি সবথেকে বেশি চাঞ্চল্যকর হয়ে উঠেছে তা হলো তমলুকের এই অরাজনৈতিক সভা শেষ করে শুভেন্দু অধিকারী পাড়ি দিতে চলেছেন দিল্লি। আর তারপরই হয়তো গেরুয়া শিবিরে প্রবেশ।

তবে অন্য কথাও শোনা যাচ্ছে। কিছুদিন আগেই কাঁথিতে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল এবং এই কেন্দ্রের রং ছিল গেরুয়া। তখন থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে। কিন্তু এদিন শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ ছাড়ার পর দেখা গেল সেই গেরুয়া রং বদলে গিয়েছে সাদায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি শুভেন্দু অধিকারী বাংলায় লড়তে চলেছেন শাসকদলের বিরুদ্ধে নিজস্ব অনুগামীদের নিয়ে? এদিকে সূত্রের খবর, বিধায়ক পদ ছাড়ার পরে শুভেন্দু অধিকারী রাজ্যপাল জগদীপ ধনকরকে চিঠি লিখে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন নিজের নিরাপত্তা নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শোনা যাচ্ছে, রাজ্যপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছেন, কলকাতা ও রাজ্য পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এবার তাঁকে এবং তাঁর সঙ্গীদের নানাভাবে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হবে। রাজ্যজুড়ে এই মুহূর্তে একটাই আলোচনা- তৃণমূল ছাড়ার পর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান কি হতে চলেছে তাই নিয়ে। গেরুয়া শিবিরের দিকে অনেকেই ইঙ্গিত করলেও শুভেন্দু অধিকারীর মুখ থেকে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আর তাই শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমানে রাজ্যের বিভিন্ন স্তরে জল্পনা উঠেছে তুঙ্গে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর আবারও একপ্রস্থ ভাঙন মালদার তৃণমূল গড়ে।

অনেকে যেমন বলছেন, শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেবেন। আবার অনেকেই বলছেন 19 তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের মেদিনীপুরে সভা করার কথা। সেখানেই শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। তবে কি হবে সে সম্পর্কে নিশ্চিত কেউই কিছু বলতে পারছেন না। বলতে পারেন একমাত্র শুভেন্দু। আর সেই শুভেন্দু কবে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!