এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গেরুয়া রং মুছে শুভেন্দুর সহায়তা কেন্দ্রের রং বদলে তার দখল নিল তৃণমূলের কর্মী সমর্থকরা।

গেরুয়া রং মুছে শুভেন্দুর সহায়তা কেন্দ্রের রং বদলে তার দখল নিল তৃণমূলের কর্মী সমর্থকরা।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। যার ফলে রাজনৈতিক মহলে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রের রং গেরুয়া করে দেওয়া হয়েছিল। আর তারপর থেকেই তিনি বিজেপিতে নাম লেখাতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই কাথির মেচেদা বাইপাসে সেই শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রের রং বদল করে তার দখল নিয়ে নিল তৃণমূল কংগ্রেস। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির এই অফিসটি রং গেরুয়া করে দেওয়া হয়। যেখানে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র করা হয়েছিল। আর তারপরই হঠাৎ করে বৃহস্পতিবার সেখানে পৌঁছে তৃনমূলের কর্মী-সমর্থকরা সেই অফিস দখল করে নেন। পাশাপাশি সেখানে গেরুয়া রং মুছে দিয়ে তারা নীল সাদা রং করে দেন।

একাংশের মতে, যেভাবে শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলত্যাগ করলেন, তাতে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর তার মাঝেই বৃহস্পতিবার যেভাবে তার সহায়তা কেন্দ্রের রং বদল করে তার দখল নিল তৃনমূল কংগ্রেস, তাতে লড়াই যে এবার জোরদার হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

জানা যায়, গত শনিবার তৃনমূলের ব্যবসায়ী সমিতির এই অফিসটি গেরুয়া রং করে সেখানে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। আর এই কাজে নেতৃত্ব দেওয়ার জন্য কিছুদিন আগেই বহিষ্কার করা হয়েছিল জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পন্ডাকে। তবে তখন শুভেন্দু অধিকারী বিধায়ক বা দলত্যাগ করার মত সিদ্ধান্ত নেননি। কিন্তু বুধবার বিধায়ক পদ ত্যাগ করার পর সেই শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দলত্যাগ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই বৃহস্পতিবার তার সহায়তা কেন্দ্রের দখল নিয়ে নিল ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অনুগামী কনিষ্ক পান্ডা বলেন, “গায়ের জোরে তৃণমূল এই কাজ করেছে। গণতান্ত্রিক পথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি যে ক্রমগত ঘোরালো হয়ে উঠতে চলেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সরাসরি লড়াই হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!