এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল আদতে কোনও রাজনৈতিক দলই নয় ” – বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার

“তৃণমূল আদতে কোনও রাজনৈতিক দলই নয় ” – বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল আদতে কোনো রাজনৈতিক দলই নয়, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, গতকাল তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কলকাতায় যে সমস্ত ওয়ার্ডে গত লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়ে পড়েছিল, সেই সমস্ত ওয়ার্ডে তৃণমূলকে লিড দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেয়া হবে।

সেইসঙ্গে পুরভোটের টিকিটও দেয়া হবে। তৃণমূল নেতৃত্বের এই ঘোষণা প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান যে, তৃণমূল আদতে কোন রাজনৈতিক দলই নয়। দেউলিয়াপনার নিদর্শন দিচ্ছে তৃণমূল। একারণেই এভাবে নির্বাচনে জেতানোর কন্ট্রাক্ট দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল তৃণমূল ভবনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কলকাতা পুরসভার বেশকিছু কাউন্সিলর ও স্থানীয় তৃণমূল নেতাদের বৈঠক বসে ছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর প্রমুখরা। এই বৈঠকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী যাকে প্রার্থী করবেন, তাঁকেই সমর্থন জানাতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, যাকে দলের প্রার্থী করা হবে, তাঁর হয়ে সকলকে প্রচারে নামতে হবে। আবার গত লোকসভা ভোটে যে সমস্ত ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে পড়েছিল, সেই সমস্ত ওয়ার্ডে তৃণমূলকে লিড দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেয়া হবে। কাউন্সিলর পিছু এলাকার উন্নয়নের জন্য এই অর্থ দেয়া হবে। এছাড়া এর পুরস্কার হিসেবে পুরভোটের টিকিট পাওয়া যাবে।

তৃণমূল নেতৃত্বের এই ঘোষণাকে তীব্র সমালোচনা করেছে একাধিক বিরোধী শিবির। এ প্রসঙ্গে বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী জানালেন যে, এভাবে অর্থের প্রলোভন দেখানো বেআইনি ব্যাপার। এ বিষয়ে কমিশনের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যদিকে, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য তৃণমূলের এই ঘোষণাকে খুনের সুপারির তুলনা করলেন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!