এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নাড্ডার থেকে শিক্ষা, এবার শাহের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা বিজেপির

নাড্ডার থেকে শিক্ষা, এবার শাহের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে জে পি নাড্ডার বঙ্গ সফরে এসে ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে হামলা হয়েছিল। সেই ঘটনার কথা জানেন না হেন মানুষ নেই বললেই চলে। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে ভাঙচুর থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতার আহত হওয়ার ঘটনা ঘটেছিল বলেও জানা যায়।

সেখানে ইঁট কাঁচ ছোঁড়া হয় বলেও অভিযোগ ওঠে। বুলেটপ্রুফ গাড়ি হওয়ায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন জে পি নাড্ডা। তবে এরপর বিজেপির বিক্ষোভ মিছিল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে এই নিয়ে কম জল্পনা হয়নি। তবে এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তার জন্য রাজ্য বিজেপি নেতৃত্ব পুলিশের উপর আর ভরসা রাখতে পারছে না বলেই জানা গেছে।

তাই সেই দায়িত্ব এবার দেওয়া হচ্ছে বিজেপির স্বেচ্ছাসেবকদের উপরেই। জানা গেছে, অমিত শাহের সভার দিন, তাঁর কনভয়কে ঘিরে রাখার জন্য বিজেপির কয়েক হাজার স্বেচ্ছাসেবককে ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। আর এমনটাই জানিয়েছেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সমীতকুমার দাস।

তাঁর কথায় জানা গেছে, যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্যই বিজেপির প্রায় এক হাজার স্বেচ্ছাসেবককে কাজে লাগাতে চাইছে বিজেপি। সেখানে তিনি জানিয়েছেন, কোথাও কোনও সমস্যা হলেই সেই স্বেচ্ছাসেবকরাই সামলে নিতে পারবেন বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার, ১৯শে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভা হওয়ার কথা রয়েছে।

যদিও এই সভা করার আগে তিনি আরও তিনটি জায়গাতে যাবেন বলে জানা গেছে। এরপর হেলিকপ্টার থেকে মেদিনীপুরে নামার পর তিনি মেদিনীপুরের হবিবপুরে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বোসের মাসি বাড়িতে যাবেন বলে জানা গেছে। বস্তুত, সেখানেই বড় হয়েছিলেন ক্ষুদিরাম। এরপর সেখানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করার পর পাশে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজা দেওয়ার কথা রয়েছে অমিত শাহের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর শালবনির কর্ণগড়ে মহামায়া মন্দিরে পূজা দিতে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে ফেরার পথে বালুজুড়িতে এক কৃষকের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার কথা রয়েছে তাঁর। তারপর মেদিনীপুরের কলেজ মাঠের জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। আর সেখানে শাহের এই গোটা যাত্রাতে বিজেপি তার নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি রেখেছে বলেই জানা গেছে।

কারণ সেক্ষেত্রে কোথাও কোনও গোলমাল হলে তা সামলে নেওয়ার জন্যই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবেন বলেই জানান হয়েছে। অন্যদিকে মঞ্চ তৈরির কাজও জর দেওয়া হয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ই জুলাই নরেন্দ্র মোদী এই মেদিনীপুর কলেজ মাঠেই সভা করেছিলেন।

সেদিন কর্মী ও সাংবাদিকদের বসার জায়গার সামিয়ানা ভেঙে পড়েছিল। সেই ঘটনায় প্রায় ৯৯ জন আহত হয়েছিলেন। সভা শেষ করেই আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর এবার সেই ঘটনাকেও মনে রেখে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভার প্রস্তুতিতেও জেলা বিজেপি জোর দিয়েছে বলে জানা গেছে।

সেখানে বুধবার বিকেলে সভাস্থল পরিদর্শন করতে যান বিজেপির রাজ্য ও জেলার নেতারা। সেখানে জেলা সভাপতি শমিত দাশ জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সভা যে সময় হয়েছিল সে সময় বৃষ্টি হচ্ছিল। তাছাড়া সামিয়ানা করা হয়েছিল। মাটি নরম হয়ে যাওয়ায় কোনও কারণে তা ভেঙে পড়ে। তবে এবারে তেমন কোনও সমস্যা হবে না বলেই আশা করছেন তিনি।

তাছাড়া এবার আর সামিয়ানা করা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। কারণ সভাস্থলে সবাইকে জায়গা দেওয়া যাবে না বলেই মনে করছেন তাঁরা। তাঁর কথায়, যে পরিমাণ কর্মী সমর্থক আসবেন তাতে তাঁদের সামিয়ানার নীচে জায়গা দেওয়া সম্ভব হবে না বলেই জানিয়েছেন তিনি। ফলত ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে সভার সমর্থনে প্রচার শুরু হয়েছে।

পূর্ব- পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিজেপির ৫ সাংগঠনিক জেলার নেতারা ওই সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সেখানে তাদের জন্য আলাদা মঞ্চ করা হচ্ছে বলেও জানা গেছে। যদিও ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর, তিনি ওইদিন অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। তাই সেই কারণেও বিজেপি একটু বেশি সাবধানী হয়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!