এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতার কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিলেন হেভিওয়েট, ব্যাপক চাপে তৃণমূল!

মমতার কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিলেন হেভিওয়েট, ব্যাপক চাপে তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বারবার কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে আনছে তৃণমূল কংগ্রেস। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার এবং জলপাইগুড়ির প্রচার থেকেও একশো দিনের কাজ এবং আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন। তবে বিজেপির পক্ষ থেকে বারবার সেই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে। আর এবার পটাশপুরের সভা থেকে তৃণমূলের পক্ষ থেকে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করা হচ্ছে, তাকে উড়িয়ে দিয়ে পাল্টা তথ্য পেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, আমরা কোনো টাকা আটকাইনি‌। যে চুরি হয়েছে, সেই চুরি আটকে দিয়েছি।

প্রসঙ্গত, এদিন পটাশপুরে একটি সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “বলছে, আমরা নাকি টাকা আটকে দিয়েছি! আবাস যোজনার টাকা এবং একশো দিনের কাজের টাকা আমরা আটকাইনি। সাধারণ মানুষ সুবিধা পাননি। তাই আমরা চুরি আটকে দিয়েছি।”

বিশেষজ্ঞদের মতে, তৃণমূল পঞ্চায়েতে প্রচার করে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে আনতে চাইছে। বোঝাতে চাইছে যে, বিজেপি বাংলার সঙ্গে প্রতিহিংসাপরায়ন আচরণ করছে। তবে মানুষের মনে তৃণমূল যে ভুল তথ্য পরিবেশন করছে, সেই কথাই তুলে ধরলেন বিরোধী দলনেতা। স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিলেন, একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার ক্ষেত্রে দুর্নীতি করেছে রাজ্য। আর সেই কারণেই সেই দুর্নীতি আটকাতে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তবে বিজেপি ক্ষমতায় এলে এবং বিজেপির পঞ্চায়েত দখল হলে সেই কাজে স্বচ্ছতা অবলম্বন করেই সকলকে সুবিধে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!