এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপির হাত শক্ত করতে চলেছে বামফ্রন্ট, পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ আরো অন্ধকারে

বিজেপির হাত শক্ত করতে চলেছে বামফ্রন্ট, পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ আরো অন্ধকারে

সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে মনোনয়নেরপত্র পেশের অতিরিক্ত দিন ধার্য  করার পর মঙ্গলবার সকালে তা বাতিল করেছে নির্বাচন কমিশন। যা স্বভাবতই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরী করে। নির্বাচন কমিশনের এই কার্যের জন্যে বিজেপির তরফ থেকে হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্টে মামলার রায় বিরোধীদের অনুকূলে হওয়ায় যারপরনাই সন্তুষ্ট  সিপিএমও রাজ্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে প্রস্তুত হচ্ছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রধাণত যে চারটি বিষয়কে ভিত্তি করে মামলা দায়ের করা হবে ঠিক করা হয়েছে সেগুলি হলো যথাক্রমে- প্রথমত, রাজ্যে ভোটদানের উপযুক্ত পরিবেশ নেই। এই অবস্থায় আধা সেনা মোতায়েন করে ভোট করতে হবে। দ্বিতীয়ত, ইচ্ছুক প্রার্থীদের সবার মনোনয়ন নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মনোনয়নের সময় বাড়াতে হবে। চতুর্থত, কমিশনের নিরপেক্ষতা নেই। কমিশনকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। এখন বিজেপি ও সিপিএম আলাদা করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করায় সুপ্রিম কোর্ট কী ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে জনগন সহ রাজনৈতিক মহল।  উল্লেখ্য, মনোনয়ন নিয়ে কংগ্রেসও হাইকোর্টে মামলা করে। সেই মামলায় মনোনয়ন নিশ্চিত করার রায়ও তাঁদের পক্ষে যায়। কিন্তু তারপরই মনোনয়নে বাধাদান অব্যাহত ছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!