এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাড়িতে মস্তান পাঠিয়ে ১৮ লাখ টাকা চেয়েছিলেন মুকুল রায়: বিস্ফোরক দাবি নেত্রীর

বাড়িতে মস্তান পাঠিয়ে ১৮ লাখ টাকা চেয়েছিলেন মুকুল রায়: বিস্ফোরক দাবি নেত্রীর


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণের খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেস ত্যাগী বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির মহিলা মোর্চার সহ সভাপতি এবং নবদ্বীপের পর্যবেক্ষক আলোরানি সরকার। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যেহেতু মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন তাই তাঁর পক্ষে আর বিজেপিতে থাকা সম্ভব নয়। ইতিমধ্যেই তিনি নিজেকে বিজেপির সমস্ত রকম কর্মসূচি থেকে সরিয়ে নিয়েছেন, কিছুদিনের মধ্যেই তিনি বিজেপির সদস্যপদও ছেড়ে দেবেন। কিন্তু আজ ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আলোরানিদেবী বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এসেছেন মুকুলবাবু ও তাঁর পুত্রের বিরুদ্ধে। এমনকি বিজেপি ছেড়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনাও উস্কে দিয়েছেন।
ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, আলোরানিদেবী বলেছেন, যাদের অত্যাচারের প্রতিবাদ করতে দলে এসেছিলাম, তাদের সঙ্গে একই মঞ্চে রাজনীতি করতে পারব না, তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মুকুল ও শুভ্রাংশু এলাকায় তোলাবাজি করত, আমার বাড়িতে মস্তান পাঠিয়ে ১৮ লাখ টাকা দাবি করেছিল। এইসব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই বিজেপিতে যোগ দিয়েছিলাম, ভোটেও লড়েছিলাম। এখন সেই মুকুলের সঙ্গেই একই মঞ্চে বসতে পারব না। কেন্দ্রীয় নেতৃত্ব কী ভেবে মুকুলকে দলে নিয়েছে জানি না, তবে আমার বীজপুরের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। নৈতিকতাকে বিসর্জন দিতে পারব না, তাই দল ছাড়ছি। তাহলে কি এবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন? সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এখনই তা নিয়ে চিন্তাভাবনা করিনি, কেউ যদি যোগাযোগ করেন, তখন ভেবে দেখব। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদমাধ্যমে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!