এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজনীতির রং ছুড়ে ফেলে আমপানের ত্রাণ বিলিতে মানবিক শুভেন্দু! বিতর্ক এড়াতে “স্পেশ্যাল টিম”

রাজনীতির রং ছুড়ে ফেলে আমপানের ত্রাণ বিলিতে মানবিক শুভেন্দু! বিতর্ক এড়াতে “স্পেশ্যাল টিম”


সব সময় বিপদের দিনে মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে ভয়াবহ দূর্যোগ আমপানে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। আর ভয়াবহ দুর্যোগ পূর্ব মেদিনীপুরে তাণ্ডব চালানোর পর থেকেই মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। তবে সেই সামগ্রী পৌঁছে দিতে যাতে সুষ্ঠুভাবে সমস্ত দিক সামলানো যায়, তার জন্য একটি টিম গঠন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। যেখানে বিভিন্ন কলেজের 200 জন পড়ুয়াকে নিয়ে একটি ভলান্টিয়ার টিম তৈরি করেছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার এই ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে রামনগর ওয়ান, টু, কাঁথি ওয়ান, নন্দীগ্রাম ওয়ান এবং টু ব্লকের ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে পলিথিনশিট তুলে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামীদিনেও ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এক লক্ষ ত্রিপল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই টিম গঠন করলেন শুভেন্দুবাবু? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিভিন্ন জায়গায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করছে, ত্রাণ নিয়ে দুর্নীতি এবং পক্ষপাত আচরণ করা হচ্ছে। আর তাই সেই অভিযোগ থেকে নিজেকে সরিয়ে রাখতে টিম গঠন করে সকলের কাছে ত্রান পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী বলে মত বিশ্লেষকদের।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সাইক্লোনে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য রাজ্য সরকার এবং তৃণমূল দল সর্বাত্মক চেষ্টা করছে। ব্যক্তিগতভাবে আমিও সাধ্যমত চেষ্টা করছি। এত বড় দুর্যোগ মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত চিহ্নিত করে তাদের হাতে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যই স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হয়েছে।”

অর্থাৎ শুভেন্দু অধিকারী চাইছেন, এই ত্রাণ বিলিতে যাতে কোনরকম রং বা বর্নের অভিযোগ না ওঠে। আর তার কারণেই এবার পূর্ব মেদিনীপুর জেলায় বিধ্বস্ত এলাকাগুলোর মানুষদের কাছে টিম গঠন করে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রয়াস নিলেন তিনি। যাকে সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!