এখন পড়ছেন
হোম > জাতীয় > সমঝোতার অঙ্ক নিয়েই ‘না হারার’ প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির

সমঝোতার অঙ্ক নিয়েই ‘না হারার’ প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির


ভোটের আগে সমীকরণ বদলাচ্ছে দলগুলির, দলে ফিরছে বহু নেতা, আবার দলের স্বার্থে বসিয়ে দেওয়া হচ্ছে বহু প্রবীণ নেতাকেও। দলকে শক্ত করতে ঠান্ডা মাথায় গুঁটি সাজাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন দলে ফিরিয়ে রাজস্থানের প্রার্থী করলেন কিশোরীলাল মিনাকে। শিবসেনা ছেড়ে কংগ্রেসে যোগদানকারী নারায়ণ রাণের বিরুদ্ধে একসময় সরব হলেও অনেক বদলে তাকে দলের প্রার্থী করলেন অমিত শাহ, এমনটাই সূত্রের খবর। প্রার্থী তালিকায় রয়েছেন মন্ত্রী রবি সংকর প্রসাদ, টিকিট দেওয়ার কথা আছে কর্ণাটকের নির্দল সাংসদ রাজীব চন্দ্রশেখরকে। প্রার্থী তালিকায় আছেন অরুন জেটলি, প্রকাশ জাভড়েকর, ধর্মেন্দ্র প্রধান, জে পি নড্ডার, অনিল জৈন, জিভিএল নরসিংহ রাও, অনিল বালুনি। টিডিপির বিচ্ছেদ বার্তার পর জিভিএলই অন্ধ্রের নতুন মুখ হবে বলে সূত্রের খবর। জানা গেছে, ত্রিপুরার পর বিজেপির লক্ষ্য এখন কেরল। আর তাই ভি মুরলীধরণকে মহারাষ্ট্রের হয়ে দাঁড় করানোর কথা ভাবছে বিজেপি। মোট ১০ টি আসনের মধ্যে ৯ টি আসন দাবি করেছিল বিজেপি। কিন্তু রাজ্যসভায় মায়াবতী প্রার্থী ঘোষণার পর মোট ৮ টি আসন বিজেপির অধীনে আসে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!