পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রধান বিরোধীর আসনে বসাতে আসরে কেন্দ্রীয় নেতৃত্ত্ব জাতীয় বিশেষ খবর রাজ্য January 3, 2018 রাজ্যের দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসরে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বঙ্গে দলের সংগঠনিক পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে তার খোঁজ নিতে রাজ্যে আসতে চলেছেন একাধিক বিজেপির শীর্ষনেতা। দলীয় সূত্রে খবর, সবং উপনির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের গতি একইভাবে এগিয়ে নিয়ে যেতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় শিবির। আর তাই আসন্ন উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপনির্বাচনে ভালো ফল করতে প্রচারে কোনো ফাঁক রাখতে চাইছে না গেরুয়া শিবির। সূত্রের খবর, বিজেপির এই অভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। বাংলায় দলের মোর্চাগুলির সক্রিয়তা আরও বৃদ্ধি করার লক্ষ্য নিয়েই এই বৈঠকে মুক্ত আলোচনা হয় বলে জানা যাচ্ছে। ওই বৈঠকে আসন্ন উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা আসনের উপনির্বাচনে বিরোধীদের কঠিন লড়াই দেওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, উলুবেড়িয়া ও নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী নিয়ে একের পর এক জল্পনা ছড়ালেও সেই প্রসঙ্গে এই বৈঠকে কোনও আলোচনাই হয়নি বলে জানা যাচ্ছে। উল্টে বাংলায় সামগ্রিকভাবে বিজেপিকে প্রধান বিরোধী দলের আসনে বসাতে দলের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ সাফ জানিয়েছেন, বাংলা আমাদের চাই, আর তার জন্য যা করতে হয় করুন। প্রসঙ্গত, এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও দিল্লির বৈঠকে একই নির্দেশ দিয়েছিলেন। আর তাই রাজ্যের বিজেপির মোর্চাগুলির সক্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারকদের নিয়ে প্রশিক্ষণ শিবির চালানোর পাশাপাশি কৈলাশ বিজয়বর্গীয়-শিবপ্রকাশের মত শীর্ষ নেতারা এই বিষয়েও রাজ্যের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করবেন বলেও জানা যাচ্ছে। আপনার মতামত জানান -