এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাঙালিকে বড়সড় ধাক্কা দিয়ে দুর্গাপুজো ভাসিয়ে দিতে হাজির হচ্ছে চরম বৃষ্টি? জানুন বিস্তারিত

বাঙালিকে বড়সড় ধাক্কা দিয়ে দুর্গাপুজো ভাসিয়ে দিতে হাজির হচ্ছে চরম বৃষ্টি? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুজোয় বৃষ্টির পূর্বাভাস জানান হয়েছিল আগেই, এবার সেই কথায় আরও বড় আশঙ্কার বার্তা শোনা গেল। বস্তুত, এই বছরের শুরু থেকেই বৃষ্টি পিছু ছাড়ছে না কারো। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির পর দক্ষিণ বাংলায় আমফান একটার পর একটা লেগেই ছিল। তবে এবার সেই তালিকায় যোগ হয়েছে নতুন নিম্নচাপের ভ্রুকুটি।

জানা গেছে, মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে অন্ধ্র ও ওড়িশা উপকূলে। ফলে চতুর্থীতে যেখানে কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেখানে সেই সম্ভাবনা সত্যি করেই সকাল থেকে কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা গেছে।

সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বেড়েছে। তবে সারা পুজোয় এই অস্বস্তি বজায় থাকবে বলেই জানা গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সেক্ষেত্রে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির আশঙ্কা প্রকাশ করতেই দেখা গেছে হওয়া অফিসকে। এছাড়া আগামী ২৪শে অক্টোবর অর্থাৎ অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে। তবে এই কয়েকটা দিন সমুদ্র উত্তাল হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তাই বাংলা, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলেও জানা গেছে।

অন্যদিকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেব নেব করেও নিচ্ছে না। আগামী দু-তিনদিন পশ্চিমবঙ্গ, সিকিম ও ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার কথা থাকলেও বলা হয়েছিল এই নিম্নচাপ দিয়েই বর্ষা এই বছরের মত বিদায় নেবে। কিন্তু একের পর এক নিম্নচাপের জন্য বর্ষা বিদায় রেখাও একই জায়গায় আটকে রয়েছে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে বাইরে ঘুরে পুজো দেখা এখন একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে মানুষ যেখানে ভেবেছিল হয়ত কয়েকটা দিন বাইরে গিয়ে কোথাও বসে আড্ডা দেওয়া যাবে বা গল্প করা যাবে। তবে এবার বৃষ্টির ভ্রুকুটিতে সেটাও কার্যত আটকে পড়বে বলেই মনে করছেন অনেকে। তাই মেঘলা আকাশের ছায়া যে মানুষের মুখে-মনে পড়বে সেটা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!