এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আজ রাজ্যজুড়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি বিজেপির, অংশগ্রহণ করতে চলেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী

আজ রাজ্যজুড়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি বিজেপির, অংশগ্রহণ করতে চলেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যজুড়ে শহীদ সম্মান যাত্রা কর্মসূচি গ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। ভোট-পরবর্তী হিংসায় বিজেপির যে সমস্ত কর্মীরা প্রাণ হারিয়েছেন, তাঁদেরকে শ্রদ্ধা জানাতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়া পশ্চিমবঙ্গের চারজন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ডঃ সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামানিক ও জন বার্লা। জানা গেছে নিশীথ প্রামানিক ও জন বার্লা আজ শিলিগুড়ি, দার্জিলিং এর বেশ কিছু স্থানে শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন।

বিজেপি সূত্রে জানা গেছে, আজ চারজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের চারটি প্রান্ত থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন। মুরলীধর সেন থেকে একেবারে বাঁকুড়া পর্যন্ত শহীদ সম্মান যাত্রায় অংশগ্রহণ করবেন ডঃ সুভাষ সরকার, বিমানবন্দর থেকে বনগাঁ পর্যন্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন শান্তনু ঠাকুর, বাগডোগরা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জন বার্লা, আবার বাগডোগরা থেকে কোচবিহার পর্যন্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নিশীথ প্রামানিক। মিছিল,পথসভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই আক্রান্ত হয়েছেন বহু বিজেপি কর্মী। অনেকে বাড়িছাড়া হয়েছেন। অনেকে আহত হয়েছেন। অনেকে প্রাণ পর্যন্ত হারিয়েছেন। হতাশ ও আতঙ্কিত বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে ও দলের সংগঠনকে মজবুত করতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে বিজেপি, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন যে, ভোট-পরবর্তী হিংসায় রাজ্যে ৪০ জনেরও বেশি বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে।

বহু বিজেপি কর্মী ঘরছাড়া। অনেকে অন্য রাজ্যে গিয়ে থাকতে বাধ্য হয়েছেন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আলাদা। এই রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। তাই শহীদ সম্মান যাত্রার আয়োজন করবে বিজেপি। আজ শিলিগুড়িতে শহীদ সম্মান যাত্রা উপলক্ষে বিজেপির যুব কর্মীরা বিজেপির দলীয় অফিসে উপস্থিত হয়েছিলেন। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছিল। তবে, পুলিশ বিজেপির বহু যুব কর্মী-সমর্থকদের আটক করেছে। যাদের নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি থানায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!