এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কেন ক্রমশ মহার্ঘ হচ্ছে জ্বালানি? মূল কারণটি অবশেষে প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কেন ক্রমশ মহার্ঘ হচ্ছে জ্বালানি? মূল কারণটি অবশেষে প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। যার ফলে বিপাকে দেশের সাধারণ মানুষ। কবে থেকে জ্বালানির দাম কমবে? সে প্রশ্ন ঘুরছে সকলের মুখে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি চলছে। কেন বাড়ছে জ্বালানির মূল্য? মূল কারণটি এবার প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জ্বালানির ব্যাপক মূল্য বৃদ্ধির জন্য ইউপিএ সরকারকে দায়ী করেছেন তিনি। যদিও, কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে অসত্য বলে কটাক্ষ করা হয়েছে।

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন যে, ইউপিএ সরকারের ভুলের কারণেই পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারছে না মোদি সরকার। তিনি জানালেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারে। কিন্তু, ইউপিএ সরকারের সময় দেশের বিভিন্ন তেল সংস্থাকে তেলের বন্ড বিক্রি করা হয়েছিল। এখন সেই বন্ডের সুদ মেটাতে হচ্ছে মোদি সরকারকে। একারণেই তেলের দাম কমাতে পারছে না মোদি সরকার। এই অতিরিক্ত অর্থ যদি না মেটাতে হতো, তাহলে অবশ্যই তেলের দাম কমানো সম্ভব হতো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানালেন যে, মনমোহন সিং সরকারের সময়ে দেশের তেল উৎপাদক সংস্থাগুলিকে ১.৪ লক্ষ কোটি টাকার বন্ড বিক্রি করা হয়েছিল। এখন চড়া সুদ দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। আর সেই কারণেই কেন্দ্রীয় সরকার জ্বালানির মূল্য কমিয়ে দিতে পারছে না। এভাবেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য ইউপিএ সরকারকে দায়ী করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি অভিযোগ করেছেন, আগের সরকারের ভুলের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

যদিও, কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজওয়ালা জানালেন যে, ১.৩ লক্ষ টাকা তেলবন্ডের আর কোন টাকা এখন অবশিষ্ট নেই। দয়া করে মিথ্যা কথা না বলে সাহসের সঙ্গে তাঁর যুক্তির পাল্টা জবাব দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। তিনি জানিয়েছেন, গত সাত বছর ধরে বিজেপি সরকার পেট্রোলের উপরে ২৩.৮৭, ডিজেলের উপরে ২৮.৩৭ টাকা কর বৃদ্ধি করেছে। যার ফলে অতিরিক্ত ১৭.২৯ লক্ষ কোটি কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে নরেন্দ্র মোদি সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!