এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সমাজের সর্বত্র দুর্নীতি, তবুও মমতাকে কেন দোষারোপ? স্পষ্ট করল বিজেপি!

সমাজের সর্বত্র দুর্নীতি, তবুও মমতাকে কেন দোষারোপ? স্পষ্ট করল বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে সব থেকে বেশি সোচ্চার হয় ভারতীয় জনতা পার্টি। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়, দেশের সব রাজ্যেই দুর্নীতি রয়েছে। তবে বেছে বেছে কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে? আর এখানেই বিজেপি কেন বাংলাকে তুলে ধরে তৃণমূলকে কটাক্ষ করছে, তার সঠিক কারণ সামনে আনলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

প্রসঙ্গত, আজ এই দুর্নীতি নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এদিন এই বিজেপি নেতা বলেন, “সমাজের সর্বস্তরে ছোট, বড় দুর্নীতি রয়েছে। সব জায়গায় দুর্নীতি রয়েছে। কিন্তু অন্য রাজ্য সেটাকে দমন করতে বদ্ধপরিকর। তারা হিসাব দেয়। কিন্তু পশ্চিমবঙ্গ হিসাব দেয় না। তারা সাড়ে তিন বছর ধরে হিসাব দেয় না এবং সিএজি ফেস করে না। আর এটাই অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্য।”

অর্থাৎ সমাজের সর্বস্তরে বড় সিস্টেম থাকলে যে দুর্নীতি হবে, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন এই বিজেপি নেতা। তবে অন্যান্য রাজ্য সেই দুর্নীতি হলে সাথে সাথেই তা দমন করার পথে হাটে। কিন্তু পশ্চিমবঙ্গ সেটাকে প্রশ্রয় দেয় জন্যেই আজকে বাংলার এই ভয়াবহ অবস্থা। আর সেই কারণেই দুর্নীতিগ্রস্তদের আঁতুড়ঘর হিসেবে উঠে এসেছে সোনার বাংলা বলেই দাবি করে তৃণমূল সরকারের ঘুম কেড়ে নিলেন শমীক ভট্টাচার্য। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!