এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংশোধনে আগ্রহী রাজ্য সরকার ! এসএসসি প্রসঙ্গে বিধানসভা ভবন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর !

সংশোধনে আগ্রহী রাজ্য সরকার ! এসএসসি প্রসঙ্গে বিধানসভা ভবন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে রাজ্যে বিধানসভার অধিবেশন চলছে। আর এই বিধানসভার অধিবেশনকে কেন্দ্র করে  বিধায়ক এবং মন্ত্রীরা বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করছেন এর পাশাপাশি সাসপেনশন ওঠার পর শুভেন্দু অধিকারী সহ বিজেপির সাত বিধায়ক আজই প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন চলতি অধিবেশনে । ইতিমধ্যেই রাজ্যে এসএসসির দুর্নীতিতে ব্যাপক চাপের মুখে পড়ে রয়েছে রাজ্য সরকার যেখানে দুর্নীতির অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিরোধীরা ,এমনকি বিধানসভাতেও এই একই প্রসঙ্গে সরব হয়েছে বিরোধীরা।আর এই প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে বিধানসভায় মুখ খুললেন।

এদিন বিধানসভায় বিরোধীদের এই অভিযোগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে জানালেন যে এসএসসি নিয়োগে যদি কোন ভুল হয়ে থাকে এই ব্যাপারে ভুল সংশোধন করতে আগ্রহী রাজ্য সরকার তাই সরকারকে সময় দেওয়ার কথা তিনি বিধানসভা থেকে তুলে ধরেন । এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ‘আমি জানি কাজ করতে গেলে ভুল হতে পারে। যদি এক লাখের মধ্যে পঞ্চাশটা ভুল হয়েও থাকে কিংবা না জেনে ভুল করে থাকে, তা হলে সময় দিতে হবে সংশোধন করার জন্য। তা ছাড়া আমি তো সাড়ে পাঁচ হাজার চাকরির সুযোগ তৈরি করেছি।’ সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!