এখন পড়ছেন
হোম > Uncategorized > চরম আর্থিক সঙ্কটে রাজ্য, ধ্বংসের মুখে সমবায় ব্যাঙ্ক? গোপন তথ্য ফাঁসে ঘুম উড়ছে নবান্নের!

চরম আর্থিক সঙ্কটে রাজ্য, ধ্বংসের মুখে সমবায় ব্যাঙ্ক? গোপন তথ্য ফাঁসে ঘুম উড়ছে নবান্নের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের অর্থনীতিকে কার্যত শেষ করে দিয়েছে তৃণমূল সরকার। মেলা, খেলা উৎসব করে বর্তমানে কোষাগার শূন্য। অন্তত তেমনটাই অভিযোগ বিরোধীদের। আর এই পরিস্থিতিতে এবার কি সমবায় ব্যাংক থেকে অর্থ নিয়ে কাজ করার চেষ্টা করছে নবান্ন? ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি সহ একাধিক ঘটনায় শাসক দলের একের পর এক নেতার নাম জড়াতে শুরু করেছে। তা নিয়ে এমনিতেই অস্বস্তিতে রয়েছে ঘাসফুল শিবির। আর তার মাঝেই সমবায় ব্যাংক নিয়ে ভয়ংকর তথ্য দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, ইতিমধ্যেই আলিপুরদুয়ারের একটি মহিলার ঋনদান সমিতিতে 50 কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সমস্ত তথ্য রাজ্যকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর সেই বিষয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের আর্থিক কোষাগার নিয়ে বড় তথ্য দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এই সমবায় ব্যাংকগুলো থেকে খারাপ লোন দেওয়া হচ্ছে। এই ব্যাংকগুলো থেকে রাজ্য সরকার টাকা নিচ্ছে। কারণ সরকারের ভাড়ার শূন্য।” স্বভাবতই সমবায় ব্যাংকে দুর্নীতির অভিযোগ এমনিতেই চাপে রেখেছে রাজ্যকে। আর তার মাঝেই সুকান্ত মজুমদারের এই বিস্ফোরক তথ্য রীতিমতো সরকারের ঘুম উড়িয়ে দেবে বলেই দাবি বিরোধীদের।

বিরোধীদের দাবি, রাজ্যে বেকার যুবক, যুবতীরা দীর্ঘদিন ধরে চাকরি পাওয়ার আশায় পথে বসে রয়েছেন। ডিএর দাবিতে সরকারি কর্মচারীর আন্দোলন করছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে সেদিকে কোনো নজর নেই। অথচ মুখ্যমন্ত্রী মেলা, খেলাতে অর্থ ব্যয় করেই চলেছেন। কিছুদিন আগেই বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। আর তার মাঝেই সরকারের ভাড়ার যে শুন্য, সেই ব্যাপারে গোপন তথ্য দিলেন সুকান্ত মজুমদার। বুঝিয়ে দিলেন, রাজ্যের প্রতিটি সমবায় ব্যাংকের অবস্থা অত্যন্ত সংকটজনক।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যে এখন খাপ খুললেই দুর্নীতির গন্ধ বেরিয়ে পড়ছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আবাস যোজনা, বিভিন্ন ঘটনায় মুখ পুড়ছে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতার। শাসক দল অবশ্য দাবি করছে, তাদের সঙ্গে নাকি প্রতিহিংসাপরায়ন আচরণ করা হচ্ছে। কিন্তু যখন তদন্ত চলছে একটি ঋণদান সমিতিতে দুর্নীতির বিষয়ে, তখন সেখানে রাজ্যের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ। যা নিয়ে রাজ্যকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এবার সমবায় নিয়ে যে ভয়ংকর তথ্য সামনে এলো, তাতে কার্যত ঘুম ওড়ার জোগাড় নবান্নের। দিনের শেষে তেমনই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!