এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বুথ দখলে বাধা দিতেই আক্রান্ত মহিলা বিজেপি প্রার্থী, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

বুথ দখলে বাধা দিতেই আক্রান্ত মহিলা বিজেপি প্রার্থী, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরভোট শুরু হতেই কলকাতার স্থানে স্থানে অশান্তির অভিযোগ উঠতে শুরু করেছে। ভোট গ্রহণ শুরু হতেই বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতের উপরে হেনস্থা ও তার পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ২২ নম্বর ওয়ার্ডের মাহেশ্বরী স্কুলের ১৯ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেছেন, বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল। তিনি বাধা দিতেই তার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা, চলে মারধর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বুথ দখলের চেষ্টায় ছিল। তাদের বাধা দিতে গেলে মীনা দেবী ও বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। মীনা দেবী জানিয়েছেন, একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। তৃণমূলের প্রার্থীও তার সঙ্গে ধাক্কা ধাক্কি করেন। তাকে বাধা দেওয়া হয়। একজন গুন্ডা মেয়ে তাঁর শাড়ি ছিড়ে দিয়েছে, তার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, তাকে ধাক্কা দিয়েছে, মেরেছে। তিনি অভিযোগ করেছেন, গোটা এলাকাটাই দখল করে রেখেছে তৃণমূলের গুন্ডা বাহিনী।

এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। তবে, তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে অবজারভারকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!