এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল-বিজেপি রাজনৈতিক টেনশনের স্রোত নতুন করে গেল আদালতে! দুই মহারথীর লড়াইয়ের লেটেস্ট আপডেট

তৃণমূল-বিজেপি রাজনৈতিক টেনশনের স্রোত নতুন করে গেল আদালতে! দুই মহারথীর লড়াইয়ের লেটেস্ট আপডেট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই বাংলার দুই যুযুধান রাজনৈতিক শিবির তৃণমূল আর বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলেছে। এবার দুই দলের রাজনৈতিক দ্বন্দ্ব রাজনীতির আঙিনা থেকে সোজা পৌঁছে গেছে আদালত চত্বরে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন সাংসদ মহুয়া মৈত্র। আর তাই নিয়েই চলছে আদালতের টানাপোড়েন। সম্প্রতি মহুয়া মৈত্র বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ করেন বছর দুই আগে একটি বেসরকারি সর্বভারতীয় একটি টেলিভিশনে একটি টকশোতে বাবুল সুপ্রিয় মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছিলেন।

এরপর মহুয়া মৈত্র আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুবার বাবুল সুপ্রিয়কে আলিপুর আদালতে তলব করা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। অবশেষে তাঁর নামে আলিপুর আদালতে চার্জশিট পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। আলিপুর আদালত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাবুল। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বাবুল সুপ্রিয়র গ্রেপ্তারিতে স্থগিতাদেশ জারি করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জমে থাকা মামলার শুনানির জন্য এবার একটি বিশেষ বেঞ্চ তৈরি করে কলকাতা হাইকোর্ট। কারণ করোনা পরিস্থিতিতে হাইকোর্ট নিয়মমাফিক চালানো কঠিন হয়ে পড়ে। তাই একটি বিশেষ বেঞ্চ অনুযায়ী মামলার শুনানি হওয়ার কথা ঘোষণা করে হাইকোর্ট। সেই ভিত্তিতে বৃহস্পতিবার মামলাটির প্রথম শুনানি হয়ে গেল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে মামলাটির শুনানি হয়। এই শুনানিতে বাবুল সুপ্রিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, বাবুল সুপ্রিয় এর বিরুদ্ধে যে মানহানির অভিযোগ করেছেন সাংসদ মহুয়া মৈত্র সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আগামী 3 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা করায় স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের ক্ষোভ তুঙ্গে। অন্যদিকে এই মামলার রেশ থাকছে একুশের বিধানসভার নির্বাচনী প্রচার অভিযানেও। বিশেষজ্ঞদের মতে, এই মামলার ওপর ভিত্তি করে তৃণমূল ও গেরুয়া শিবিরের দ্বন্দ্ব অন্যমাত্রা পেল বলে মনে করা হচ্ছে এবং এই মামলা যে আরও দীর্ঘকালীন চলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতত পরবর্তী শুনানির দিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!