এখন পড়ছেন
হোম > খেলা > আজকে হারলেই কি অধিনায়কত্ব যাবে দীনেশ কার্তিকের? মেগা ম্যাচের আগে টেনশনের স্রোত KKR শিবিরে!

আজকে হারলেই কি অধিনায়কত্ব যাবে দীনেশ কার্তিকের? মেগা ম্যাচের আগে টেনশনের স্রোত KKR শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগে সুনীল গাভাস্কারের একটি দাবিতে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সুনীল গাভাস্কার সেখানে দাবি করেছিলেন, কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কত্ব বদলের সময় হয়তো হয়ে গেছে। তাই দীনেশ কার্তিকের বদলে এবার সেই অধিনায়কত্ব তুলে দেওয়া যেতে পারে একজন যোগ্য মানুষের হাতে। আর সেই অধিনায়কত্ব ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানই যে ভালোভাবে পালন করতে পারবেন, সেকথাও বলেছিলেন তিনি। অন্যদিকে তাঁর কথার সপক্ষে বলা হয়েছিল, এ বছর আইপিএলে একাধিক ভালো ব্যাটসম্যান রয়েছে কেকেআরে। তাদের মধ্য থেকে রাসেল যেমন সেরা অস্ত্র, সে ছাড়াও প্যাট কামিন্স, ইয়ন মরগান, নারিন এমন খেলার মোড় ঘোরানোর তারকারাও রয়েছেন।তাই ভালোভাবে এদেরকে খেলাতে পারলে এবারের আইপিএল জয়ের অনেক কাছাকাছিই পৌঁছে যাবে কেকেআর।

তবে এদেরকে পরিচালনাকারী অধিনায়ককে নিয়েই উঠেছিল প্রশ্ন। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে গিয়েছিল অনেকটাই। সে দু’বছর তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এরপর দীনেশ কার্তিকের হাতে খেলার অধিনায়কত্ব যাওয়ার পরে কিন্তু ভালো পারফর্মেন্স করতে পারেনি কেকেআর। এই নিয়ে আগের বছর রাসেল এবং দিনেশ কার্তিকের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল তাও কারো অজানা নয়। তাই সুনীল গাভাস্কার দাবি করেছিলেন অধিনায়কত্ব বদলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর আশঙ্কাকে সত্যি করে আইপিএলের প্রথম ম্যাচে সেভাবে নিজেদেরকে তুলে ধরতে পারেনি কেকেআর। বরং জঘণ্য পারফর্মেন্স করে বেশ কুৎসাই কুড়োতে হয়েছিল তাদেরকে। তবে এবার তাই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে কলকাতা নাইট রাইডার্স দলে বেশ কিছু বদল আসতে চলেছে বলেই জানা গেছে। প্রথনেই যেটি বদল হবে সেটি হচ্ছে আন্দ্রে রাসেলের ব্যাটিং পজিশন। জানা গেছে, এই ম্যাচে ব্যাটিং অর্ডারের প্রথম দিকে আসতে পারেন আন্দ্রে রাসেল। কারণ গত মরশুম থেকেই রাসেল ব্যাটিং অর্ডারের প্রথম দিকে নামতে মরিয়া ছিলেন। সেই নিয়ে তাঁর মধ্যে বিরোধ হয়েছিল অধিনায়ককে সঙ্গে। গত ম্যাচেও রাসেলকে শেষের দিকে নামানো হলে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হতে হয়েছিল রাসেলকে। আর তাই এবার তাঁকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে নামানো হতে পারে বলে জানা গেছে। ম্যাচের আগের দিন তাই রাসেলকে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করতেও দেখা গেল।

অন্যদিকে, এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স প্রথম একাদশে বেশ কিছু বদল আনতে পারে বলেও মনে করা হচ্ছে। গত ম্যাচে বল করে একেবারেই নিজের জায়গা তৈরি করতে পারেনি সন্দীপ ওয়ারিয়ার। তাই এই ম্যাচে প্যাট কামিন্স, শিবম মাভির সঙ্গেই দেখা যেতে পারে কামলেশ নগরকাট্টি কিংবা প্রসিদ্ধ কৃষ্ণার কাউকে। কারণ গত কয়েক দিন এই দুজনকে নিয়ে নেটে বিশেষ প্রশিক্ষণ করতে দেখা গেছে কেকেআর বোলিং কোচকে। এছাড়াও গত ম্যাচে তিন নম্বরে নামা দীনেশ কার্তিকের ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে চলেছে বলেও মনে করা হচ্ছে। এছাড়া এই ম্যাচে বাদ পড়তে পারেন গত ম্যাচের নিখিল নায়ার। তাঁর পরিবর্তে রাহুল ত্রিপাঠী আসতে পারেন বলেও জানা গেছে। তবে এই ম্যাচে দল ভালো খেলতে না পারলে যে কেকেআর অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিকের সিংহাসন বেশ টালমাটাল পরিস্থিতিতে পড়তে চলেছে সেটা বলাই বাহুল্য। আর সেই কারণেই এই প্রচেষ্টা বলেই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!