এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নতুন দায়িত্ব পেতেই হেভিওয়েট বিজেপি নেতাকে দলে ফেরাতে বড়সড় বার্তা হেভিওয়েট তৃণমূল নেতার

নতুন দায়িত্ব পেতেই হেভিওয়েট বিজেপি নেতাকে দলে ফেরাতে বড়সড় বার্তা হেভিওয়েট তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক রদবদল অনুষ্ঠিত হয়। যেখানে দক্ষিণ দিনাজপুর জেলায় মমতা বন্দোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন অর্পিতা ঘোষকে সরিয়ে জেলা সভাপতি করা হয় গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে। অন্যদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয় বর্ষিয়ান নেতা শংকর চক্রবর্তী এবং কো-অর্ডিনেটর করা হয় সুভাষ চাকী ও ললিতা টিগ্গাকে। গত লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিপ্লব মিত্রকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে পরাজিত প্রার্থী অর্পিতা ঘোষকে দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিকভাবেই অর্পিতা দেবীর জেলা সভাপতি হওয়ার এক বছরের কিছু সময়ের মধ্যেই যে তাকে আবার সরিয়ে দেওয়া হবে, তা অনেকেই কল্পনা করতে পারেননি। কিন্তু অর্পিতা ঘোষের বেশ কিছু ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সহ একাধিক দল বিরোধী অভিযোগ ওঠায় তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে বলে দাবি করছেন একাংশ।

এদিকে গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিপ্লব মিত্র গৌতম দাস সভাপতি হওয়ার পর আবার তৃণমূল কংগ্রেসের ফিরে আসতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। অনেকে এটাও বলেছেন, বিপ্লববাবুকে দলে ফিরিয়ে আনার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস, যিনি একসময় বিপ্লব মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন, সেই তাকে দায়িত্ব দিয়ে বিপ্লববাবুর দলে ফেরানোর রাস্তা সহজ করে দিলেন।

স্বভাবতই এখন গোটা দক্ষিণ দিনাজপুর জেলা রাজনীতিতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, তাহলে কি আবার তৃণমূলে ফিরতে চলেছেন বিপ্লব মিত্র? এমত পরিস্থিতিতে রবিবার বালুরঘাটের কংগ্রেস পাড়া এলাকায় একটি সাংবাদিক সম্মেলন করেন জেলা তৃণমূলের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস, চেয়ারম্যান শংকর চক্রবর্তী, কো-অর্ডিনেটর ললিতা টিগ্গা, সুভাষ চাকী সহ অন্যান্যরা।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই বিপ্লববাবু দলে ফিরবেন কিনা, তা নিয়ে গৌতমবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরের কিছুটা জল্পনা বাড়িয়ে দেন গৌতম দাস। তিনি বলেন, “বিপ্লব মিত্র এই দলের এক সময়কার জেলা সভাপতি এবং সহ-সভাপতি ছিলেন। তাই এই বিষয়টি নিয়ে বলা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। একমাত্র রাজ্য কমিটিই এই ব্যাপারে বলতে পারবে। তবে বিপ্লব মিত্র যদি আমার কাছে দলে ফেরার ইচ্ছে প্রকাশ করেন, তবে আমি অবশ্যই জেলা কমিটির সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করব।”

অর্থাৎ গৌতমবাবু তার মন্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দিলেন যে, এবার বিপ্লব মিত্র যদি দলে ফিরতে চান, তাহলে দলের তরফে কিছুটা হলেও সবুজসংকেত রয়েছে। কেননা এতদিন বিপ্লব মিত্র বিজেপিতে গিয়েও সেভাবে কোনো লাভ করতে পারেননি। মাঝেমধ্যেই জল্পনা তৈরি হয়েছিল যে, এবার তিনি তৃণমূল কংগ্রেসের ফিরে আসছেন।

কিন্তু তৎকালীন জেলা তৃণমূলের সভাপতি অর্পিতা ঘোষ সবসময়ই ব্যাপারটিকে নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু এবার গৌতম দাস দায়িত্ব পাওয়ার পর বিপ্লব মিত্রের তৃণমূলে যোগদানের জল্পনা যে আরও বেড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে সত্যি সত্যিই গৌতম দাসের কথা মত বিপ্লববাবু তৃণমূলের যোগদানে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কবে বিপ্লব মিত্রকে স্বাগত জানায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!