মুখ্যমন্ত্রীর সফরের পরেই জেলায় নিজেদের ‘শক্তি’ প্রদর্শন বিজেপির বিশেষ খবর রাজ্য December 15, 2017 রাজ্য বিধানসভায় বিধায়ক সংখ্যার নিরিখে প্রধান বিরোধী দল কংগ্রেস, গত বিধানসভায় প্রাপ্ত ভোটের শতাংশের হিসাবে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট কিন্তু তবুও বিজেপি শিবিরের দাবি মানুষের আগ্রহ আর আবেগের হিসাবে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল গেরুয়া শিবিরই। শুধু তাই নয় ভবিষ্যতে রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বাধীন রাজ্য সরকারকে সরিয়ে বিজেপিই রাজ্যে পরিবর্তনের পরিবর্তন নিয়ে আসবে। আর সেই উপলক্ষে শাসকদলকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় বিজেপি। এর আগেও বহু জায়গায় নিজেদের শক্তি বৃদ্ধির প্রভাব দেখতে চেয়েছে বিজেপি। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরেই সেই জায়গায় নিজেদের শক্তি প্রদর্শন করল বিজেপি। কয়েকদিন আগেই পুরুলিয়ার ঝালদায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি ফিরে যেতেই ঠিক সেখানেই বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর হাত ধরে স্থানীয় কয়েক হাজার মানুষকে সামনে রেখে বড় করে পার্টি অফিস খুলে ফেলল বিজেপি, যা বেশ তাৎপর্যপূর্নের বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর পার্টি অফিসের উদ্বোধন করে বিদ্যাসাগর বাবুর বক্তব্য, মানুষ যে লক্ষ্যে পরিবর্তনের সরকার গড়েছিল, সেই লক্ষ্য পূরণ হয়নি। তাই পরিবর্তনের পরিবর্তন কায়েম করতে রাজ্যের মানুষ বিজেপিতে নাম লেখাচ্ছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলায় প্রথমস্থান দখল করবে বিজেপি। আপনার মতামত জানান -