তৃণমূলের হাতে আসতে চলেছে আরো একটি পুরসভা বিশেষ খবর রাজ্য December 14, 2017 পাহাড় রাজনীতিতে নতুন মোড়, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মিরিখ পুরসভার পরে এবার কালিম্পঙ পুরসভা হাতে আসতে চলেছে রাজ্যের শাসকদলের। কালিম্পঙ মিউনিসিপ্যালের চেয়ারম্যান পদ থেকে সুবা প্রধান শেষ পর্যন্ত ইস্তফা দিলেন। এর আগেই গোর্খা জনমুক্তি মোর্চার উপর ক্ষোভ দেখিয়ে দলীয় বিধায়ক, পুরসভার কাউন্সিলর সহ একঝাঁক শীর্ষনেতা মোর্চা থেকে পদত্যাগ করেন, যদিও তাঁরা এখনো তাঁদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে কিছু জানাননি। বর্তমানে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব বিনয় তামাং এর হাতে আর তিনি তৃণমূল নেত্রীর ঘনিষ্ট হিসেবেই পরিচিত। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই পদত্যাগের ঘটনা ঘটে ঐসব নেতাদের সঙ্গে বিনয় তামাং ও জিটিএ-র ভাইস চেয়ারম্যান অনিত থাপার দীর্ঘ বৈঠকের পরেই। সুবা প্রধান বিমল গুরুঙ্গের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। তিনি দলের মধ্যে ক্রমশ কোনঠাসা হয়ে পড়াতেই শেষপর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন। স্থানীয় সূত্রে আরো জানা যাচ্ছে, আগামী ২০ ডিসেম্বর কালিম্পঙ পুরসভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হতে পারে আর তার আগেই দলবেঁধে নির্বাচিত কাউন্সিলররা হাতে ঘাসফুলের পতাকা তুলে নিতে পারেন। আর এই রাজনৈতিক গুঞ্জন সত্যি হলে পাহাড়ে দ্বিতীয় পুরসভায় ঘাসফুল ফুটতে চলেছে। আপনার মতামত জানান -