এখন পড়ছেন
হোম > জাতীয় > যেকোন মুহূর্তে নামতে পারে বিজেপির সার্জিক্যাল স্ট্রাইক? বিধায়কদের লুকোতে মরিয়া মুখ্যমন্ত্রী?

যেকোন মুহূর্তে নামতে পারে বিজেপির সার্জিক্যাল স্ট্রাইক? বিধায়কদের লুকোতে মরিয়া মুখ্যমন্ত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দলগত বিরোধের কারণে রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট তাঁর সমর্থকসহ বিধানসভা ত্যাগ করার পর থেকেই জমে উঠেছে রাজস্থানের রাজনৈতিক নাট্যগীতি পাঞ্চালিকা।কয়েকবার আবেদন নিবেদনের পর শেষ পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের আর্জি মেনে নিয়ে আগামী ১৪ ই আগস্ট বিধানসভার পঞ্চম অধিবেশন আরম্ভ করার অনুমতি দিয়েছেন, করোনা বিধি সম্পূর্ণভাবে মেনে চলার শর্ত দিয়ে। গতবুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্যপালের দপ্তর থেকে।

ইতিপূর্বে, রাজ্যের বর্তমান করোনা সংক্রমণ নিয়ে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রী গেহলট ৩১ সে জুলাই অধিবেশন ডাকার যে আর্জি জানিয়েছিলেন, সাংবিধানিক কারণ দেখিয়ে রাজপাল তা প্রায় খারিজ করে দেন। রাজ্যপাল জানান, আস্থা ভোটের কারণে যদি এই অধিবেশন ডাকা হয় তবে এটি ৩১ সে জুলাই করা যাবে না, এর জন্য ২১ দিনের নোটিস দিতে হবে। রাজ্যপালের এই ঘোষণায় জোর ধাক্কা খায় কংগ্রেস। তারপর রাজ্যপালের কাছে বহুবার আর্জি জানবার পর শেষ পর্যন্ত রাজ্যপাল গত বুধবার বিধানসভার পঞ্চম অধিবেশন ডাকার অনুমতি দিয়েছেন। এর পর থেকেই আস্থা ভোটে জিতে নিজেদের রাজত্বকে সুনিশ্চিত করার লক্ষ্যে নিজেদের ঘর গোছাতে নেমেছে কংগ্রেস।

প্রসঙ্গত, ইতিপূর্বে রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের যুবনেতা সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কাজকর্মের অভিযোগ জানিয়ে তাঁদের নোটিশ পাঠিয়েছিলেন রাজস্থানের বিধানসভার স্পিকার। স্পিকারের পাঠানো এই নোটিশের বিরোধিতা করে রাজস্থানের হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করেছিলেন সচিন পাইলট। এই ঘটনার পর সুপ্রিম কোর্ট যান রাজস্থানের স্পিকার। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের বিধানসভার বিষয়ে কখনোই হস্তক্ষেপ করতে পারেনা রাজ্যের উচ্চ আদালত। কিন্তু গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পিকারের এই বক্তব্য খারিজ করে দেয়, সেইসঙ্গে রাজস্থান বিধানসভা সম্পর্কিত এই বিষয়ে নিজের রায়দানের ক্ষমতা দেয় রাজস্থানের হাইকোর্টকে । অতঃপর গত শুক্রবার সকাল থেকে এই মামলার শুনানি শুরু হয় রাজস্থানের হাইকোর্টে। আর এই মামলায় জয় হয় সচিন পাইলটের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদসূত্রে জানা গেছে, এই রায়ের পর থেকেই সচিন পাইলটকে দল থেকে বহিস্কার করতে ও তাঁকে কোনঠাসা করতে উঠে পরে লেগেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কারণ, বিধানসভায় যদি আস্থা ভোটের আয়োজন করা হয়, তবে কংগ্রেস দলের হুইপের নির্দেশ জারি করে পাইলট পন্থী বিধায়ক দের অশোক গেহলটের পক্ষে ভোট দিতে বাধ্য করা যাবে। আর তাঁরা যদি এতে রাজি না হন বা ভোটাভুটিতে অনুপস্থিত থাকেন, তবে দলবিরোধী কাজের জন্য তাঁদের দল থেকে বহিস্কার করতে পারবেন স্পিকার।

কিন্তু এর মধ্যেই কংগ্রেসকে তারা করে বেড়াচ্ছে বিজেপি ভীতি। কারণ কংগ্রেস বিধায়কদের নিজ দলভুক্তির চেষ্টায় বিজেপি উঠে পড়ে লেগেছে, এমনটাই দাবি কংগ্রেসের । কংগ্রেস বিধায়ক কেনবার জন্য বিজেপি বিপুল অর্থ খরচ করছে বলেও গেহলটের অভিযোগ। এর উপরে বিজেপির রাজ্য সভাপতি কিছুদিন আগেই দাবি করেছিলেন যে, রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সচিন পাইলট। নিজ দল তথা সরকারের প্রতি সচিন পাইলটের বিক্ষভের পেছনেও বিজেপির প্রচ্ছন্ন মদত আছে বলে কংগ্রেসের অভিযোগ আছে।

এই পরিস্থিতিতে অশোক গেহলটের সমর্থনকারী সমস্ত বিধায়কদের ঠিকানা বদলের কথা শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদসূত্রে। সংবাদসূত্রে জানা গেছে, আজই জয়পুরের হোটেল ত্যাগ করে জয়সলমেরের উদ্দেশে রওনা হতে চলেছেন এই বিধায়কেরা। আমামী ১৪ ই আগস্টের অধিবেশন শুরু হবার আগে পর্যন্ত তাদের সেখানেই রাখার ব্যবস্থা করা হচ্ছে।

বলা হয়েছে, নিজেদের পরিচয়পত্র সর্বদা নিজেদের কাছে রাখতে হবে তাঁদেরকে। হোটেল বদলের সুবিধার জন্যেই এই নির্দেশ বলে অনেকের অভিমত।জয়সলমেরের ম্যারিয়ট বা সূর্যগড় হোটেল আপাতত হতে পারে এঁদের বাসস্থান। বিধায়কদের সহজে জয়সলমের নিয়ে যাবার জন্য তিনটি চার্টার প্লেনেরও বন্দোবস্ত করা হয়েছে বলে সংবাদসূত্রে জানা যাচ্ছে। এভাবে বিধায়ক তথা নিজ সরকারকে সুরক্ষিত রাখতে রীতিমতো বেগ পেতে হচ্ছে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!