এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপির অভিযোগ ‘কাজ’ শুরু করে দিয়েছেন অর্জুন সিং

বিজেপির অভিযোগ ‘কাজ’ শুরু করে দিয়েছেন অর্জুন সিং


মুকুল রায় দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে শাসকদলের সাংগঠনিক দিক সামলাবার দায়িত্ত্ব পড়েছে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের উপর। রাজনৈতিক মহলের ধারণা অর্জুন বাবুর উপর মূলত দায়িত্ত্ব দলের ভাঙ্গন আটকানো এবং বিজেপির প্রভাব বাড়তে দেওয়া। আর সেই ‘কাজ’ তিনি পূর্ণোদ্যমে শুরু করে দিয়েছেন বলে বিজেপির অভিযোগ।
আজ বিকেলে কাঁকিনাড়ার কাছারি রোডে সভা করার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। অবাঙালি অধ্যুষিত ওই এলাকাটি ভাটপাড়া বিধানসভার অন্তর্গত। অভিযোগ সেই সভার জন্য যখন স্থানীয় বিজেপিকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সভাস্থলে হামলা চালায় একদল দুষ্কৃতি। স্থানীয় বিজেপি নেতৃত্ত্বের অভিযোগ ওই দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিংয়ের মধ্যেই এই কাজ করেছে। কাঁকিনাড়া এলাকার বিজেপি সভাপতি জানান, আমরা সকালে সভার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমাদের উপরে অর্জুন সিং-এর লোকেরা হামলা চালায়। আমাদের অনেকে আহত হয়েছে। মঞ্চটাকেও ভেঙে দিয়েছে। এলাকায় বিভিন্ন স্থানে রাজ্য সভাপতির সভার জন্য টাঙানো ফ্লেক্সও ছিঁড়ে দেওয়া হয়েছে, যদিও এরপরেও যথাসময়ে সভার আয়োজন করার বিষয়ে বদ্ধপরিকর তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!