এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ক্ষমতায় এলে মেরে তৃণমূল নেতাদের চামড়া গুটিয়ে নেবেন বলে দাবি বিজেপি নেতার

ক্ষমতায় এলে মেরে তৃণমূল নেতাদের চামড়া গুটিয়ে নেবেন বলে দাবি বিজেপি নেতার


রাজ্যে বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল, বদলা নয়, বদল চাই। যদিও কিছুদিন আগেই দলীয় সভামঞ্চ থেকে সদ্য দলে যোগ দেওয়া বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ করেন, তৃণমূলের স্লোগানের উল্টোটাই তাঁর চোখে পড়ছে, বদল হয়েছে অল্প, শুধু বদলাই চলছে রাজ্য জুড়ে। কিন্তু বিজেপি রাজ্যে পরিবর্তনের পরিবর্তন করে ক্ষমতায় এলে শুধুই কি বদলা হবে? প্রশ্নটা উস্কে দিলেন স্বয়ং এক বিজেপিনেতা।
বীরভুমের প্রাক্তন বিজেপি সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য নির্মল মণ্ডল গতকাল সিউড়ি পৌরসভার সামনে এক দলীয় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জানান,

১. পঞ্চায়েতে আমরা চেষ্টা করবো বেশিরভাগ আসনে নমিনেশন দেওয়ার
২. কিন্তু আমরা সেভাবে লড়াই করবো না, শাসকদল বাধা দেবে জানি
৩. আমরা পঞ্চায়েতে লড়াই করতে গিয়ে মায়েদের কোল শূন্য হতে দেব না
৪. আসল লড়াইটা শুরু হবে ২০১৯ থেকে, মুখ্যমন্ত্রী তখন থেকেই বুঝতে পারবেন হাওয়া
৫. আর ২০২১ এর পর রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকবে না
৬. তখন আর কাউন্সিলরদের ভোট টাকার বিনিময়ে হতে দেব না
৭. হিন্দি সিনেমা শোলের স্টাইলে আমার এখনকার কাউন্সিলরদের প্রশ্ন, অব তারা কেয়া হোগা?
৮. তখন বিজেপি ক্ষমতায় এলে মেরে কাউন্সিলরদের চামড়া তুলে দেব

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!