এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি বিধায়ককে হেনস্থা, বালুরঘাটে গর্জে উঠলেন সুকান্ত!

বিজেপি বিধায়ককে হেনস্থা, বালুরঘাটে গর্জে উঠলেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পৌরভোটে সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে আজ 12 ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই মতো করে সকাল থেকেই নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বারবার পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে তাকে। আর এই পরিস্থিতিতে তার সঙ্গী বালুরঘাটে বনধের সমর্থনে আন্দোলনে থাকা তপনের বিধায়ক বুধরাই টুডুকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। আর সেই ঘটনাকে হাতিয়ার করেই এবার পুলিসের বিরুদ্ধে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, আজ বনধের সমর্থনে সকাল থেকেই ময়দানে নামে ভারতীয় জনতা পার্টি। বালুরঘাটের ট্যাংক থেকে শুরু করে সরকারি বাস স্ট্যান্ডের সামনে আন্দোলনে বসতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। যেখানে পুলিশের পক্ষ থেকে তপনের বিজেপি বিধায়ককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদেই পুলিশের বিরুদ্ধে সোচ্চার হোন বালুরঘাটের বিজেপি সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বালুরঘাট থানার আইসি তৃণমূলের কর্মীর মতো আচরণ করছেন। আমাদের বিধায়ক, যিনি আদিবাসী সমাজের প্রতিনিধি, তাকে হেনস্থা করা হয়েছে। এভাবে বেশিদিন চলতে পারে না।” পর্যবেক্ষকদের মতে, সুকান্ত মজুমদার এই কথা বলে প্রশাসনকে চাপে ফেলে দিলেন। বুঝিয়ে দিলেন, প্রশাসন তৃণমূলের কথা মতো চাপ কাজ করছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!