সবং উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার এক্সক্লুসিভ ওপিনিয়ন পোল বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য November 28, 2017 সবং নিয়ে আমরা তিনটে মোট স্যাম্পল সার্ভে করি। তিনটি সার্ভেই নীচে দেওয়া হল। আমরা সবং নিয়ে প্রথম স্যাম্পল সার্ভে করি বেশ কিছুদিন আগে, যখন মানস ভূঁইয়া কংগ্রেস ছাড়েননি বা মুকুল রায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন নি। সেই সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে, প্রাপ্ত ভোটের শতাংশের হিসাব নিম্নরূপ হতে পারে ১. কংগ্রেস – ৪০% ২. বামফ্রন্ট – ৩০% ৩. তৃণমূল কংগ্রেস – ২৬% ৪. বিজেপি – ৩% ৫. অন্যান্য – ১% আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এরপর আমরা দ্বিতীয় সার্ভে করি কিছুদিন আগে, যখন সবে মুকুল রায় বিজেপিতে যোগদান করে তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে কিছু অভিযোগ নিয়ে আসছেন এবং মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন। সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, প্রাপ্ত ভোটের শতাংশের হিসাব নিম্নরূপ হতে পারে ১. তৃণমূল কংগ্রেস – ৩৮% ২. কংগ্রেস – ২৭% ৩. বামফ্রন্ট – ২০% ৪. বিজেপি – ১৪% ৫. অন্যান্য – ১% এরপর আমরা গত দুদিনে আমাদের তৃতীয় সমীক্ষা চালাই। যখন বামফ্রন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না এবং জোটসঙ্গী বিপ্লবী বাংলা কংগ্রেসকে আসনটি না ছেড়ে সিপিএম নিজে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের প্রার্থী হিসাবে মানসবাবুর স্ত্রী গীতা দেবীর নাম ঘোষণা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, প্রাপ্ত ভোটের শতাংশের হিসাব নিম্নরূপ হতে পারে ১. তৃণমূল কংগ্রেস – ৪২% ২. বিজেপি – ২৩% ৩. কংগ্রেস – ২২% ৪. বামফ্রন্ট – ১২% ৫. অন্যান্য – ১% কিন্তু একটা ‘কিন্তু’ ফ্যাক্টর আমাদের সমীক্ষায় ধরা পড়েছে। সরাসরি কেউ মুখে স্বীকার না করলেও, তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রার্থী নিয়ে একটা ক্ষোভ আছে, বিশেষ করে যাঁরা দীর্ঘদিনের কর্মী। সমীক্ষায় উঠে আসছে প্রার্থী ‘অন্য’ হলে ফল ‘আরো ভালো হত’ ফ্যাক্টর। আর তাই আমাদের সমীক্ষক দলের অনুমান ভোটের দিন একটা বড় ফ্যাক্টর হতে চলেছে আদি বনাম নব্য তৃণমূলী লড়াই। শাসকদল যদি সেই লড়াই সামাল দিতে পারে, তাহলে উপরের ফলাফলই সামনে আসার সমূহ সম্ভবাবনা। কিন্তু যদি সেই লড়াই প্রকট হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু বদলে যেতে পারে সমীকরণ। সেক্ষেত্রে প্রাপ্ত ভোটের শতাংশের হিসাব নিম্নরূপ হতে পারে ১. বিজেপি – ৩৫% ২. তৃণমূল কংগ্রেস – ৩২% ৩. কংগ্রেস – ২১% ৪. বামফ্রন্ট – ১১% ৫. অন্যান্য – ১% আপনার মতামত জানান -