বিজেপির মতো সম্পদ দেশের কোনও রাজনৈতিক দলের কাছে নেই মানলেন নেত্রী জাতীয় রাজ্য February 20, 2018 পশ্চিমবঙ্গের আগামী পঞ্চায়েত নির্বাচনে যে কোনো পরিস্থিতির সামনা করতে সক্ষম বিজেপি। যে ‘সম্পদ’ বিজেপির কাছে আছে তার ওপর ভর করেই এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন লড়বে, এমনটাই বুক চিতিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লো গেরুয়া শিবির। এই সম্পদের বিষয় প্রশ্ন উঠতেই মুখ খুললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরী। “আমাদের সম্পদ, আমাদের কার্যকতা৷ বিজেপির এই সম্পদ রয়েছে৷ এই সম্পদ পশ্চিমবঙ্গের কেন, দেশের অন্য কোনও রাজনৈতিক দলের কাছে নেই৷ দলের আদর্শের ভিত্তিতে ব্যক্তিগত ভাবে কোনও কিছু পাওয়ার প্রত্যাশায় থাকেন না আমাদের কার্যকরতা। পরিস্থিতি যেমনই হোক না কেন, রাজ্যের আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এই সম্পদের মাধ্যমে বুক চিতিয়ে লড়াই করবে বিজেপি৷” এমনটাই জানান তিনি। সূত্রের খবর এদিন তিনি বলেন, ‘‘১৯৫১-তে জনসংঘের প্রতিষ্ঠা এবং ১৯৮০-তে বিজেপি গঠিত হয়৷ শুধুমাত্র দলের আদর্শে কাজ করেন কার্যকর্তা৷ আর, ২০১৬ থেকে মানুষ বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে বিজেপি৷ আমাদের এই সম্পদের জন্য আমরা গর্বিত৷’’ এদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখল অন্যদিকে বিজেপির সম্পদের উপর ভর করে ক্ষমতা দখলের লড়াইতে পশ্চিমবঙ্গের আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন একটি অন্য পর্যায় পৌঁছাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের এক অংশ। আপনার মতামত জানান -