এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “বিজেপির বাড়বাড়ন্তে দায়ী মমতা” তৃণমূলকে পাল্টা দিলেন অধীর!

“বিজেপির বাড়বাড়ন্তে দায়ী মমতা” তৃণমূলকে পাল্টা দিলেন অধীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পরেই সংখ্যালঘুদের ভোট নিয়ে চিন্তিত হয়ে পড়েছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে অধীর চৌধুরীকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ব্যাপারেই পাল্টা তৃণমূল নেত্রীকে জবাব দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যেখানে বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে সাগরদিঘীর ফলাফলে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন, তা তার এই মন্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট। আর বিজেপির বাড়বাড়ন্তের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত মুখ্যমন্ত্রীর আরএসএস আঁতাতের অভিযোগের পাল্টা জবাব দিলেন অধীর চৌধুরী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!