এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বোর্ড গঠনের পর বিজয় মিছিল নিয়ে গোষ্টীদ্বন্দ্বে চলল গুলি থেকে বোমা, রনক্ষেত্র ময়ুরেশ্বর

বোর্ড গঠনের পর বিজয় মিছিল নিয়ে গোষ্টীদ্বন্দ্বে চলল গুলি থেকে বোমা, রনক্ষেত্র ময়ুরেশ্বর

বোর্ড গঠন করলেও যেন শান্তি নেই শাসকদলের অন্দরে। পঞ্চায়েতে প্রায় সব জেলাতেই ঘাসফুল শিবির নিজেদের দাপট অব্যাহত রাখলেও বোর্ড গঠনে গিয়ে দলেরই দুই গোষ্টীর বিবাদে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা। এবার সেই বোর্ড গঠনের পর বিজয়মিছিল ঘিরে শাসকদলের দুই গোষ্টীর তুমুল সংঘর্ষের সাক্ষী থাকল ময়ুরেশ্বর 2 নম্বর ব্লকের বাসিন্দারা।

সূত্রের খবর, এই এলাকায় শাসকদলের দুই নেতার দুটি গোষ্টী রয়েছে। ব্লক সভাপতি আশিষ চন্দ্রের সাথে এই ময়ুরেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জটিলেশ্বর মন্ডলের বিবাদ দীর্ঘদিনের। জানা গেছে, এদিন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়ে বেজা গ্রামে একটি বিজয় মিছিল করেন ব্লক তৃনমূল সভাপতি আশিস চন্দ্রের অনুগামীরা। অভিযোগ, এই মিছিল থেকেই ময়ুরেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জটিলেশ্বর মন্ডলের অনুগামীদের জোর করে আবির মাখিয়ে দেয় ব্লক তৃনমূল সভাপতির অনুগামীরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এরপরেই দুপক্ষের মধ্যে চরমে ওঠে বিবাদ। এমনকী এই গন্ডগোল এমন এক পর্যায়ে যায় যে একসময় সেই জটিলেশ্বর মন্ডলের এক অনুগামীর বাড়ির টিনের চালে বোমা মারা হয়। এক্ষেত্রেও অভিযোগ ওঠে অপর গোষ্টীর অনুগামীদের বিরুদ্ধে। এদিকে এই বোমা মারার ঘটনায় আহত হয়ে বেশ কিছু তৃনমূল কর্মীকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদিকে শাসকদলের দুই গোষ্টীর এই গন্ডগোলের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তার কারনে এলাকায় পুলিশ এবং কমব্যাট ফোর্সও মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে বোর্ড গঠনের বিজয়মিছিল ঘিরে তৃনমূলের দুই গোষ্টীর সংঘর্ষের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারছে না ময়ুরেশ্বর 2 ব্লক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!