এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বঙ্গ বিজেপির কোর বৈঠকে হাইপ্রোফাইল আলোচনা! কি কি বিষয়ে কথা? জেনে নিন!

বঙ্গ বিজেপির কোর বৈঠকে হাইপ্রোফাইল আলোচনা! কি কি বিষয়ে কথা? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটের ফলাফল প্রকাশের পরেই প্রথম গতকাল বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে প্রত্যেকটি নেতৃত্ব থাকলেও কোচবিহারে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর কারণে অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে ফলাফল প্রকাশের পর বঙ্গ বিজেপির এই প্রথম বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সূত্রের খবর, গতকাল বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে সমস্ত নেতৃত্বদের উপস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। যার মধ্যে ছিল রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের বিষয়টি। যেখানে কর্মীদের কি করে রক্ষা করা হবে, সেই বিষয়টি উঠে এসেছে বলে খবর। পাশাপাশি সামনেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেদিক থেকে এই চার বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি লোকসভার ফলাফল দেখা যায়, তাহলে তিনটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। তাই কাদের প্রার্থী করা হবে, তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!