এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গ বিজেপির কথা শুনছে না কেন্দ্রীয় বিজেপি! একি বললেন সুকান্ত!

বঙ্গ বিজেপির কথা শুনছে না কেন্দ্রীয় বিজেপি! একি বললেন সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলার আইনশৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাংলার বিজেপি নেতারা বলার চেষ্টা করছেন, বাংলায় গণতন্ত্র নেই। তাই অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি। আর এই পরিস্থিতিতে বিজেপির বাংলার নেতাদের কথা কি শুনছে না কেন্দ্রীয় বিজেপি বা কেন্দ্রীয় সরকার! ইতিমধ্যেই এই ব্যাপারে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আর তার সেই মন্তব্যকে কেন্দ্র করেই রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

 

সূত্রের খবর, এদিন বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ নিয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমরা বললেই রাজ্যে 355 বা 356 ধারা প্রয়োগ হবে, সেটা নয়। এই ধারা প্রয়োগের দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। আমরা দাবি করতেই পারি‌। কিন্তু সেই দাবি কতটা যুক্তিযুক্ত, তা বিচার করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।”

একাংশের মতে, সুকান্ত মজুমদার এই কথা বলে কি কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে তাদের দাবি শুনছে না, এই বিষয়টি বোঝাতে চাইলেন! যদি তাই হয়, তাহলে বর্তমান পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!