এখন পড়ছেন
হোম > জাতীয় > বুদ্ধগয়া বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য, মুখ পুড়ল রাজ্যের

বুদ্ধগয়া বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য, মুখ পুড়ল রাজ্যের


অবশেষে বুদ্ধগয়া বিস্ফোরণের মূল ঘটনা প্রকাশ্যে আসায় অস্বস্তি বাড়তে চলেছে এ রাজ্যের। সূত্রের খবর, এই বিস্ফোরণের মূল চক্রি ধৃত জেএমবি জঙ্গি আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছে যে, বুদ্ধগয়া বিস্ফোরণের মূল প্রশিক্ষণ হয়েছিল পশ্চিম মেদিনীপুরের লালগড়ে।

আর এর পাশাপাশি এইখানে আইইডি প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। আর এই ভয়ঙ্কর বিস্ফোরণের মূল প্রশিক্ষণ বাংলায় হওয়ার খবর তদন্তকারীদের হাতে আসায় তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গেছে, বুদ্ধগয়া বিস্ফোরণের আগে মোট চারবার মোহরা হয়েছিল। আর এই বিস্ফোরোনের সমস্ত ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল বেঙ্গালুরু এবং জাহানাবাদে।

আর এই বিস্ফোরণের পরই মূল চক্রি সহ আমির, ওমর ও আতাউর গা ঢাকা দিয়েছিল বিভিন্ন জায়গায়। এদিকে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় গত শনিবারই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে শহরের বাবুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মূল পান্ডা আরিফুল ইসলামকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশ সূত্রের খবর, কিছুদিন আগেই শিয়ালদায় জেএমবি জঙ্গী মনিরুল ইসলামকে এসটিএফের জালে ধরে তাকে জেরা করে তদন্তকারীরা। আর সেখানেই এই আরিফুলের বিষয়ে তথ্য পেয়ে কলকাতা পুলিশ শনিবার সকালে বাবুঘাট এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে। আর এবার সেই আরিফকে জিজ্ঞাসাবাদ করেই বুদ্ধগয়া বিস্ফোরণের মূল প্রশিক্ষণ যে পশ্চিম মেদিনীপুরের লালগড়েই হয়েছিল সেই বিস্ফোরক তথ্য হাতে পেল গোয়েন্দারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!