এখন পড়ছেন
হোম > রাজ্য > “পাগলের সঙ্গে ঘর করা সম্ভব নয়” বাজেট অধিবেশন বয়কট বিরোধীদের

“পাগলের সঙ্গে ঘর করা সম্ভব নয়” বাজেট অধিবেশন বয়কট বিরোধীদের


আজ শুরু হয়েছে বাজেট অধিবেশনের প্রথম দিনেই‌ বিরোধীর শোরগোলে সমস্যা হয় রাজ্যসভায় । বিরোধীরা অধিবেশন বয়কট করার পর আবদুল মান্নান জানান, ” পাগলের সঙ্গে ঘর করা সম্ভব নয়। পাগলের সঙ্গে পাল্লা দিতে পারব না তাই প্রথম দিনই আমরা অধিবেশন বয়কট করে বেরিয়ে এসেছি।” এদিনের অধিবেশনে রাজ্যপালের ভাষনের পর ধন্যবাদ ঞ্জাপন শুরু হওয়ার সাথে সাথেই বাম ও‌ কংগ্রেস অধিবেশন বয়কট করেন। এদিনে বিরোধীরা পরিকল্পনা করে যে রাজ্যপালের ভাষনের আগে ‘অবিচুয়ারি’ না হলে তারা বিক্ষোভ দেখাবে। যদিও‌ নিয়ম‌ অনুযায়ী রাজ্যসভার অধিবেশনের প্রথম‌দিন শোকপ্রস্তাব হয় এবং সভা মুলতুবি হয়ে যায়। কিন্তু এবছর বাজেট অধিবেশনে আগে রাজ্যপালের ভাষন হয় তরপর ধন্যবাদ ঞ্জাপন এবং শেষে শোকপ্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতুবি হয়ে যায় । এদিন কোনও নিয়ম মানা হয়নি তাছড়াও বাস দুর্ঘটনার দায়ও সরকার এড়িয়ে গেছে তাই নিয়ে‌ সরব হয় বিরোধীরা। এদিনের সভা ত্যাগ করে বিরোধীরা বি.আর.আম্বেদকরের মূর্তির সামনে তাঁরা অবস্থান বিক্ষোভ করেন। আবদুল‌‌ মান্নান শাসকদলকে‌ পাগল‌ বলে উল্লেখ করেন পাশাপাশি নিয়ম কানুন না মানার অভিযোগও‌ তোলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!